করোনার তাণ্ডবে বিপর্যস্ত ম্যানসিটি

মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০ | ১১:০৮ পূর্বাহ্ণ

করোনার তাণ্ডবে বিপর্যস্ত ম্যানসিটি
apps

করোনার তাণ্ডবে লণ্ডভণ্ড ইংলিশ জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার সিটি। দলের কয়েকজন ফুটবলার ও স্টাফ করোনায় আক্রান্ত হওয়ায় ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএলে) শেষ মুহূর্তে এসে এভারটনের বিপক্ষে ম্যাচ বাতিল করতে হয়েছে ম্যানসিটিকে। চারদিন পরেই রয়েছে আরও একটি বড় ম্যাচ। ওই ম্যাচে স্কাইব্লুসরা খেলতে পারবে কী না এখনো নিশ্চিত নয়।

অন্যতম দুই সদস্য গ্যাব্রিয়েল জেসুস ও কাইল ওয়াকারের আক্রান্তের খবর বেরিয়েছে আগেই। কয়েকজন সাপোর্ট স্টাফসহ তারা ছিলেন আইসোলেশনে। এর পরে দলের আরও একজন সদস্যের মধ্যে উপসর্গ দেখায়। তাকেও রাখা হয়েছে বিচ্ছিন্ন।

ম্যানসিটি নিশ্চিত করেনি কতজন সদস্য আক্রান্ত। তবে গোল ডটকম জানিয়েছে, মূল দলের তিনজন সদস্য করোনা পজিটিভ। আর সাপোর্ট স্টাফরাতো আছেনই।

প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের সিদ্ধান্তে ম্যাচটি স্থগিত হয়। তারা জানিয়েছে ফুটবলার-স্টাফদের সুস্থতা আগে। বিবৃতিতে আরও বলা হয় প্রিমিয়ার লিগের খেলা করোনার প্রটোকল মেনে আপন গতিতেই চলবে। দলগুলোকে সব নিয়ম-কানুন বাস্তবায়ন করতে হবে।

Development by: webnewsdesign.com