বাজারে দেশীয় কাঁচা মরিচের সরবরাহ বেড়ে যাওয়ায় দিন দিন দাম কমছে। গত কয়েকদিনের ব্যবধানে কাঁচা মরিচের পাইকারী বাজারেই ২০-২৫ টাকা দাম কমেছে। দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারী বাজারে বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩০ টাকায়, যা চারদিন আগেও বিক্রি হয়েছে ৫০ টাকায়। দেশের বাজারে দেশীয় মরিচের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কমছে দাম বলে জানায় ব্যবসায়ীরা।
এদিকে দিনাজপুরের খুচরা বাজারে কাঁচা মরিচের দাম কমলেও বর্তমানে বিক্রি হচ্ছে প্রকারভেদে কেজি প্রতি ৬০-৮০ টাকায়। বাজার মনিটরিং তৎপর থাকলে দামে এতো কমবেশী হতো না বলে জানায় ক্রেতারা।
হিলির বাজারে কয়েকজন ক্রেতা জানায়, কয়েকদিন আগেও কাঁচা মরিচের দাম অনেকটাই বেশি ছিল। এখন কিছুটা কমেছে। প্রতি কেজি কাঁচা মরিচ ৩০ টাকায় কিনতে পারায় সাধারণ ক্রেতারা স্বস্থিতে।
কাঁচা মরিচ ব্যবসায়ী বিপ্লব হোসেন জানায়, কাঁচা মরিচের দাম অনেকটাই কমেছে। কারন দেশীয় বাজারে কাঁচা মরিচের সরবরাহ বেড়েছে। দাম কমার কারনে ক্রেতারা খুশি।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন উর রশিদ জানান, হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা বর্তমানে ভারত থেকে কোন প্রকার কাঁচা মরিচ আমদানি করছেন না। কারণ দেশীয় বাজারে কাঁচা মরিচের উৎপাদন ভাল হয়েছে এবং দিন দিন সরবরাহ বাড়ছে।
Development by: webnewsdesign.com