কমলগঞ্জে বন্যপ্রাণীর বৈদ্যুতিক ফাঁদে, এক শ্রমিকের মৃত্যু, গোপনে ধামাচাপার চেষ্টা

কমলগঞ্জে বন্যপ্রাণীর বৈদ্যুতিক ফাঁদে, এক শ্রমিকের মৃত্যু, গোপনে ধামাচাপার চেষ্টা
কমলগঞ্জে বন্যপ্রাণীর বৈদ্যুতিক ফাঁদে, এক শ্রমিকের মৃত্যু, গোপনে ধামাচাপার চেষ্টা
apps

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের সংলগ্ন লেবু বাগানের ভিতর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চা শ্রমিকের মৃত্যু হয়। নিহত চা শ্রমিক রতন বারাক(৩৫) এর বাড়ি শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নের খাইছড়া এলাকায়।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (৩০) মে সকাল প্রায় ৯ ঘটিকায় লাউয়াছড়া বনের সংলগ্ন লেবু বাগানে। ঘটনাস্থলে গিয়ে জানা যায়,লাউয়াছড়া জাতীয় উদ্যানের সংলগ্ন লেবু বাগানে বন্যপ্রাণী মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ লেবু বাগানে স্হাপন করা হয়।

না জেনে ঘাস কাটতে এসে বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়ে রতন বারাক নামের চা শ্রমিকের মৃত্যু হয়। ঘটনাটি ধামাচাপা দিতে লিজ নেওয়া লেবু বাগান মালিক শফিউল ইসলাম ওরফে (মোশারফ হোসেন) বলেন, রতন বারাক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে, তবে কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা বিদ্যুৎপৃষ্ট হয়ে চা শ্রমিকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। বৈদ্যুতিক ফাঁদে মৃত্যুর আলামত নষ্ট করতে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের স্থানীয় ইউপি সদস্যদের মধ্যস্ততায় নগদ অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দিয়ে লাশ সৎকার করা সম্পন্ন হয়েছে বলে জানা যায়।

লেবু বাগানের পাহারাদার আশাদ মিয়ার স্ত্রী রুজিনা বেগম জানানা, সকালে লেবু বাগানে গিয়ে দেখেন বৈদ্যুতিক ফাঁদে চা শ্রমিক রতন বারাক আটকে আছেন। তিনি আরো জানান লেবু বাগানে বন্য প্রাণী বিশেষ করে বন্য শুকরের উৎপাত বন্ধ করতে মূলত রাত ১২ টা পর বাগান মালিক লেবু বাগানে বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করেন।

স্হানীয় সূত্রে জানা যায় লাউয়াছড়া বনের সংলগ্ন লেবু বাগানে বন্য প্রাণীর আনাগোনা বন্ধ করতে লেবু বাগান গুলোতে প্রায় সময় বৈদ্যুতিক ফাঁদ লাগানো হয়, যা বন্য প্রাণীসহ মানুষের জন্য মারাক্তক হুমকি। স্হানীয় পরিবেশবাদীরা লাউয়াছড়া বনের ভিতরে লেবু বাগানের বৈদ্যুতিক সংযোগ বিছিন্ন করার দাবি জানান।

Development by: webnewsdesign.com