কমলগঞ্জের পিচঢালা কার্পেটিং সড়কে মাটি দিয়ে সংস্কার!

সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩ | ৪:১৩ অপরাহ্ণ

কমলগঞ্জের পিচঢালা কার্পেটিং সড়কে মাটি দিয়ে সংস্কার!
কমলগঞ্জের পিচঢালা কার্পেটিং সড়কে মাটি দিয়ে সংস্কার!
apps

মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর সড়কটি খানাখন্দে বেহাল হয়ে পড়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এ সড়কে চলাচলকারীরা। পিচ ঢালাই করা পাকা এ সড়কের কার্পেটিং উঠে গিয়ে অনেক গর্তের সৃষ্টি হয়েছে। সম্প্রতি গ্রামীণ কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরইআরএমপি -৩) আওতায় জরুরি সংস্কারের নামে পাকা এ সড়কের গতগুলোতে মাটি দিয়ে ভরাটের অভিযোগ উঠেছে।

পাকা সড়ক সংস্কারে বিটুমিন মিশ্রিত পাথরের বদলে ধানি জমির নরম মাটি ব্যবহারের প্রমাণও মিলেছে সরেজমিনে। গত রবিবার সরেজমিনে দেখা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনস্ত বেশকিছু নারী শ্রমিক পাকা সড়কটির কার্পেটিং উঠে যাওয়া স্থান ও গর্তগুলোতে মাটি ফেলছেন।

সড়কের পাশের ধানি জমির টপ সয়েল তুলে এনে সড়কে ফেলা হচ্ছে। বেশ কিছুদিন ধরেই এ কার্যক্রম চলছে বলে জানান শ্রমিকরা। এসব নরম মাটি পাকা সড়কে দেওয়াকে অযৌক্তিক বলছেন চলাচলকারীরা। মোটরসাইকেল আরোহী রশিদ মিয়া বলেন, ১৬ বছর ধরে এ সড়কে চলাচল করছি, কোনোদিন মাটি দিতে দেখিনি। পথচারী আকাশ আহমেদ বলেন, বৃষ্টি হলেই সড়কের গর্তের মাটিতে কাদা জমবে। এটা সম্পূর্ণ অযৌক্তিক কাজ।

বিটুমিন মিশ্রিত পাথর দিলে গর্তগুলো স্থায়ী ভরাট হতো । ইতিমধ্যে গাড়ি চলাচলের কারণে অনেক স্থানে গর্তের মাটি উঠে গেছে। এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, এ সড়কটির টেন্ডার হয়ে গেছে । শিগগিরই কাজ শুরু হবে। তাই যানবাহন চলাচল উপযোগী করার জন্য আপাতত অস্থায়ীভাবে সড়কটির খানাখন্দ মাটি দিয়ে ভরাট করানো হচ্ছে।

Development by: webnewsdesign.com