কন্ঠশিল্পী বেবী নাজনীন নিউজার্সির প্যাটারসনের একটি হাসপাতালে ভর্তি

শুক্রবার, ২০ নভেম্বর ২০২০ | ৩:২৬ অপরাহ্ণ

কন্ঠশিল্পী বেবী নাজনীন নিউজার্সির প্যাটারসনের একটি হাসপাতালে ভর্তি
apps

দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী ও বিএনপি নেত্রী বেবী নাজনীন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসা বেবী নাজনীন বুধবার (১৮ নম্বেভর) স্থানীয় সময় রাত থেকে নিউজার্সির প্যাটারসনের একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

(শুক্রবার) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তারই ছোট ভাই এনাম সরকার।

বেবী নাজনীনের ছেলের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এনাম সরকার জানান, ‘আগে থেকে তাঁর কিডনিজনিত সমস্যা ছিল। তাঁর জ্বরসহ অন্য বেশ কিছু সমস্যা দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা ভালোর দিকে।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা বেবী নাজনীন ১৯৭৬ সালে প্রথম গানের জগতে আসেন। তাঁর জনপ্রিয় গানের তালিকায় আছে ‘ঘুম ভাঙ্গায়া গেল রে মরার কোকিলে’, ‘দু’চোখে ঘুম আসে না’, ‘কাল সারা রাত ছিল স্বপনেরো রাত’, ‘এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল’ ইত্যাদি।

Development by: webnewsdesign.com