একটি কনসার্টে বড় পর্দায় জড়িয়ে ধরার দৃশ্য ভাইরাল হওয়ার পর যুক্তরাষ্ট্রের একটি প্রযুক্তি কোম্পানি তাদের সিইওকে সাময়িক ছুটিতে পাঠিয়েছে।
কোল্ডপ্লের ১৬ জুলাইয়ের বস্টন কনসার্টে ‘কিস ক্যাম’ ঘিরে তৈরি হওয়া এক অপ্রত্যাশিত ঘটনা এটি। যা সামাজিক মাধ্যমে রীতিমতো আগুন লাগিয়ে দিয়েছে। আলোচনার কেন্দ্রে নেই ব্যান্ড বা গান, বরং ক্যামেরাবন্দি হওয়া এই ‘পরকীয়া প্রেম’ এবং তার সম্ভাব্য পরিণতি নিয়ে উঠেছে গুঞ্জন।
ওই ভিডিওতে থাকা দুজনই একই প্রতিষ্ঠানের কর্মী এবং পরকীয়া প্রেম করতে গিয়ে ‘কিস ক্যামে’ ধরা পড়েছে। ঘটনাটি ঘটেছে বোস্টনে। কনসার্টের সময় বড় পর্দায় এক নারী ও পুরুষকে একে অপরকে জড়িয়ে থাকতে দেখা যায়। তারা হলেন অ্যাস্ট্রোনোমার নামের কোম্পানির সিইও অ্যান্ডি বায়রন ও প্রতিষ্ঠানটির চিফ এইচআর অফিসার ক্রিস্টিন ক্যাবট।
দুজনই বিবাহিত। এই ভাইরাল ভিডিও সিইও অ্যান্ডি বায়রনের স্ত্রীর হাতে গিয়েও পড়েছে। এরপরই স্ত্রী তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্বামীর কাছ থেকে নেওয়া উপাধি সরিয়ে ফেলেন।
কনসার্টে তারা ঘনিষ্ঠভাবে ক্যামেরায় ধরা পড়েন।
Development by: webnewsdesign.com