‘ওয়াইল্ড ডগে’র শ্যুটিং বাতিল

বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০ | ৫:২৫ অপরাহ্ণ

‘ওয়াইল্ড ডগে’র শ্যুটিং বাতিল
apps

 

প্রাণঘাতী করোনাভাইরাসে দিশেহারা চীন। বিশ্বজুড়ে প্রতিনিয়ত এ ভাইরাসে আক্রান্ত হচ্ছে মানুষ। এদিকে, করোনাভাইরাসের জেরে শ্যুটিং বাতিলের পথে ওয়াইল্ড ডগ।

এ ছবিটির প্রধান চরিত্রে রয়েছেন ভারতের দক্ষিণী সুপারস্টার নাগার্জুন। রয়েছেন সাইয়ামি খেরও।

চলতি মাসেই সোলোমন পরিচালিত একটি সত্যিকারের ঘটনা অবলম্বনে তৈরি ওয়াইল্ড ডগের শ্যুটিং শুরু করার কথা ছিল থাইল্যান্ডে। শ্যুটিং সেডিউল হলেও তা করোনাভাইরাসের জন্য বাতিল করতে হয়।
এই প্রসঙ্গে অভিনেত্রী সাইয়ামি জানিয়েছেন, সিনেমায় অ্যাকশন দৃশ্যের জন্য নিজেকে গত কয়েকমাস ধরে মিক্স মার্শাল আর্টসের ট্রেনিং নিয়েছি। থাইল্যান্ডে শ্যুটিংয়ের জন্য বহুদিন ধরেই অপেক্ষায় ছিলাম। কিন্তু কোনো রকম রিস্ক না নিয়েই শ্যুটিং এই মুহূর্তে বাতিল করা হয়েছে। তারা চায় না যে এত বড় সংখ্যক একটি কুকুরের কোনো ক্ষতি হোক।

প্রসঙ্গত, ফিল্মে ভারতীয় গোয়েন্দা সংস্থা আরএডব্লিউ (RAW) এজেন্টের চরিত্রে রয়েছেম সাইয়ামি। ছবিটিতে প্রচুর অ্যাকশম দৃশ্যে তাকে দেখা যাবে।

Development by: webnewsdesign.com