এসএসসি পরীক্ষা একদিন আগে হরতাল দেওয়া ঠিক হয়নি মন্তব্য:স্বরাষ্ট্রমন্ত্রী

রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২০ | ৫:৫৫ অপরাহ্ণ

এসএসসি পরীক্ষা একদিন আগে হরতাল দেওয়া ঠিক হয়নি  মন্তব্য:স্বরাষ্ট্রমন্ত্রী
apps

এসএসসি পরীক্ষা একদিন আগে হরতাল দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএপির হরতালে কোথাও কোনো প্রভাব পড়েনি। সব কিছু স্বাভিকভাবে চলছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিএনপির হঠকারী সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। কাল (সোমবার) এসএসসি পরীক্ষা। এর একদিন আগে হরতাল দেওয়া ঠিক হয়নি। তারা যে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তা প্রমাণ হয়েছে।বিএনপি যদি আবারও আ’ন্দোলনে যায় সেক্ষেত্রে কী’ করবেন- এ বিষয়ে তিনি বলেন, আ’ন্দোলনের নামে জনগণের ক্ষতি হলে এবং কোনো ধরনের সহিং’সতা করলে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে।সিটি ভোট এত কম পড়েছে কেন জানতে চাইলে তিনি বলেন, জাতীয় নির্বাচনের চেয়ে স্থানীয় নির্বাচনে পার্সেন্টেজ কম থাকে। অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। ঢাকায় মানুষ এক জায়গা থেকে আরেক জায়গা বাসা বদল করে। অনেক সময় এক জায়গা থেকে চলে গেলে আর ভোট দিতে আসে না। তারপরও বিষয়টি দেখার। কেন কম লোক ভোট দিল সেটি গবেষণার বিষয়। বিষয়টি আরও বিশ্লেষণ করবে দল।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব নির্বাচনে সহিং’সতা হয়। এবার সেটি হয়নি। সুষ্ঠু সুন্দর পরিবেশে এবং কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই মানুষ ভোট দিতে পেরেছে।

Development by: webnewsdesign.com