এবারও রাজশাহী বোর্ডে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা

বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১ | ৩:০৬ অপরাহ্ণ

এবারও রাজশাহী বোর্ডে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা
apps

রাজশাহী শিক্ষা বোর্ডে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫ ্রপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। এছাড়াও এবারও পাস ও জিপিএ-৫ প্রাপ্তের দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা।

রাজশাহী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, এবার এসএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৭১ শতাংশ। মেয়েদের পাশের হার ৯৫.৪৬ এবং ছেলেরা পাস করেছে ৯৪.০৪ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ২৭ হাজার ৭০৯ জন। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্রী ১৪ হাজার ৭৩৯ জন এবং ১২ হাজার ৯৭০ জন ছাত্র।

তিনি জানান, গতবার এ বোর্ডে পাসের হার ছিল ৯০ দশমিক ৩৭ শতাংশ। এর মধ্যে ছাত্রীদের পাসের হার ছিল ৯১.৪৫ এবং ছাত্ররা পাস করে ৮৯.৩৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ২৬ হাজার ১৬৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ছিল ১৩ হাজার ৬২১ জন এবং ছাত্র ১২ হাজার ৫৪৬ জন।

আরিফুল ইসলাম আরও জানান, এ বছর রাজশাহী বোর্ডে পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৬ হাজার ৩১৪ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৯৫ হাজার ৪০৬ জন।

Development by: webnewsdesign.com