এখনও সংগঠিত হতে পারেনি রংপুর রেঞ্জার্স

রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯ | ৫:৪৮ অপরাহ্ণ

এখনও সংগঠিত হতে পারেনি রংপুর রেঞ্জার্স
apps

মাঠের বাইরেও এলোমেলো রংপুর রেঞ্জার্স। ছয় ম্যাচ খেলে একটিতে জিতে পয়েন্ট টেবিলের তলানিতে তারা। অর্ধেক ম্যাচ খেলে ফেললেও সংগঠিত হতে পারেনি দলটি। এই বাজে খেলার পেছনে ম্যানেজমেন্টের হস্তক্ষেপকে বড় করে দেখা হচ্ছে। অভিযোগের আঙুল উঠেছে রংপুরের টিম ডিরেক্টর এনায়েত হোসেন সিরিজের দিকে। দল সূত্রের খবর, একাদশ নির্বাচনেও হস্তক্ষেপ করেন তিনি। এ বিষয়ে গতকাল ফোনে জানতে চাওয়া হলে রংপুরের টিম ডিরেক্টর সিরাজ বলেন, কিছু জিনিস তো দেখতে হবেই, যা কিছু করেছি দলের ভালোর জন্য।

বিসিবি পরিচালক আকরাম খান ও নির্বাচক হাবিবুল বাশার রংপুর দলটা গড়েছেন। কিন্তু পরে ইনসেপ্টা স্পন্সর হওয়ায় টিম ডিরেক্টর করা হয় এনায়েত হোসেন সিরাজকে। প্লেয়ার্স ড্রাফটের সময় রাজশাহী রয়্যালসের টিম ডিরেক্টর ছিলেন তিনি। সিরাজ টিম ডিরেক্টর হওয়ার পর আকরাম খানকেও রেখে দেওয়া হয়। যদিও গতকাল আকরাম জানালেন, টুর্নামেন্ট শুরুর আগে থেকেই রংপুরের সঙ্গে নেই তিনি।
স্পন্সর ম্যানেজমেন্টের হস্তক্ষেপের কারণে অধিনায়কের পদে নিয়মিতই পরিবর্তন করা হচ্ছে। গত পরশু পর্যন্ত রংপুরের খেলা ছয় ম্যাচে তিনজন অধিনায়কত্ব করেছেন। ক্রিকেটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, হস্তক্ষেপে বিরক্ত হয়ে নেতৃত্ব ছেড়েছেন মোহাম্মদ নবী। টম অ্যাবেল অধিনায়ক ছিলেন দুই ম্যাচে। শেষ ম্যাচে অধিনায়ক করা হয় অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনকে। এভাবে অধিনায়ক পরিবর্তনের কারণ জানতে চাওয়া হলে সিরাজ বলেন, ‘নবী পেশাদার ক্রিকেটার। তিন ম্যাচ হারার পর সে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ায়। আমি তখন অ্যাবেলকে অধিনায়ক করি। অ্যাবেল তো ভালো করেছে। আমরা ম্যাচ জিতেছি। টি২০তে ওয়াটসনের অভিজ্ঞতা বেশি থাকায় তাকে শেষ ম্যাচে অধিনায়ক করা হয়েছে। বাকি ম্যাচগুলোতে সেই করবে। এখানে ভুল তো কিছু দেখি না। কেউ যদি এখন অভিযোগ করে, তারা দেখাক আমার ভুলটা কোথায়?’

ম্যানেজমেন্টের হস্তক্ষেপে রংপুরের কোচ মার্ক ও’ডনেলও বিরক্ত। কোচ একাদশের তিনটি ভিন্ন ভিন্ন তালিকা করে টিম ডিরেক্টরকে দেখাতে গিয়েছিলেন। নাম গোপন রাখার শর্তে একজন পরিচালক বলেন, ‘কোচের দেওয়া একাদশের তালিকা না দেখেই ছিঁড়ে ফেলেন সিরাজ ভাই। পকেট থেকে নিজের পছন্দের একাদশের তালিকা দিয়ে খেলাতে বলেন তিনি।’ এ ব্যাপারে জানতে চাওয়া হলে সিরাজ বলেন, ‘এতদিন ক্রিকেটের সঙ্গে থাকার পর এখন একাদশ করলাম কেন সে প্রশ্ন তোলা হচ্ছে।’ কোচিং স্টাফের কাজে হস্তক্ষেপের অতীত রেকর্ড নেই বিসিবির এই পরিচালকের। ক্লাব বা জাতীয় দল নির্বাচনে সর্বাত্মক স্বাধীনতা দিয়ে এসেছেন তিনি। হঠাৎ করে তার এই পরিবর্তন দেখে অনেকেই বিস্মিত। এসব নিয়ে আকরাম খানের সঙ্গে ফোনে বাগ্বিতণ্ডাও হয়েছে তার। সিরাজকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আকরাম বলে থাকলে ঠিক আছে। আর অন্য কেউ বললে ঠিক নেই।’

Development by: webnewsdesign.com