একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হলো ‘ইতিহাসে বঙ্গবন্ধু’

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ৫:০৪ অপরাহ্ণ

একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হলো ‘ইতিহাসে বঙ্গবন্ধু’
apps

অমর একুশে গ্রন্থমেলা প্রকাশিত হয়েছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের (বোয়াফ) সভাপতি কবীর চৌধুরী তন্ময়ের ‘ইতিহাসে বঙ্গবন্ধু’ গ্রন্থ। পেপারব্যাক বাঁধায়ে বইটিতে দেশ বরেণ্য লেখক, সাংবাদিক, গবেষক, শিক্ষাবিদ ও প্রযুক্তিবিদের চিন্তা-দর্শন থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার রাজনৈতিক অবস্থান, নেতৃত্ব, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ নিয়ে ‘ইতিহাসে বঙ্গবন্ধু’ গ্রন্থটি রচনা করা হয়েছে।

 

 

বইটি প্রকাশ করেছে কালো প্রকাশনী। প্রচ্ছেদ এঁকেছেন ইসরাফুল হক সুমন। ছবি তুলেছেন বোয়াফ প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রাকিব। ১৫৯ পৃষ্ঠার বইটির বিনিময় মূল্য ৪০০ টাকা। অমর একুশে গ্রন্থমেলার ২১৭-প্যাভিলিয়নে বইটি পাওয়া যাচ্ছে। খুলনা বই মেলার ৮৫ নং স্টলেসহ কুমিল্লা রেলওয়ে স্টেশনের মাহমুদ বুক স্টলেও বইটি পাওয়া যাচ্ছে। অন্যদিকে অনলাইনে ‘রকমারি ডটকম’ থেকেও অর্ডার করে বইটি সংগ্রহ করা যাবে।

Development by: webnewsdesign.com