একদল কলেজ পড়ুয়া ছেলেদের পূজামণ্ডপে ‘আদর্শ গীতালিপি’ বিতরণ

বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১ | ১১:২৮ পূর্বাহ্ণ

একদল কলেজ পড়ুয়া ছেলেদের পূজামণ্ডপে ‘আদর্শ গীতালিপি’ বিতরণ
apps

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের পৌর এলাকায় সরস্বতী পূজা উপলক্ষে একদল ধর্মানুরাগী কলেজ পড়ুয়া ছেলেদের উদ্যোগে এবং ‘সনাতন ফিলোসোফি এন্ড স্ক্রিপচার’ গ্রুপের সহায়তায় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই আজ(১৬ ফেব্রুয়ারী,৩ ফাল্গুন) সরস্বতী পূজা মণ্ডপে ঘুরে ঘুরে শিশুদের আদর্শ গীতালিপি বিতরণ করা হয়েছে।

‘সনাতন ফিলোসোফি এন্ড স্ক্রিপচার’ গ্রুপের সদস্যদের দ্বারা শিশুদের জন্য মুদ্রিত গ্রন্থ ‘আদর্শ গীতালিপি’ নবীনগর কেন্দ্রীয় কালীমন্দির, নবীনগর হরিসভা মন্দির, নবীনগর পঞ্চবটী লোকনাথ মন্দির এবং নবীনগর মধ্যপাড়া দূর্গাবাড়ি মন্দিরে ৫০ জন শিশুর মাঝে এই বই(আদর্শ গীতালিপি) বিতরণ করেছে হিতংকর চন্দ, রাতুল সাহা অভ্র, অনিরুদ্ধ দেবনাথ অংশু, সৌমিত্র সাহা রনি, প্রতুল রায়,অনিক সরকার ও আদিত্য দেবনাথ।

Development by: webnewsdesign.com