একতরফা নিষেধাজ্ঞার ফলে বিশ্ব অর্থনীতি ক্ষতি হচ্ছে-রায়িসি

রবিবার, ২৪ জুলাই ২০২২ | ২:৫২ অপরাহ্ণ

একতরফা নিষেধাজ্ঞার ফলে বিশ্ব অর্থনীতি ক্ষতি হচ্ছে-রায়িসি
apps

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম বলেছেন, তার দেশের ওপর আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার ফলে বিশ্ব অর্থনীতি বিশেষ করে ইউরোপের অর্থনীতির ক্ষতি হচ্ছে।গতকাল শনিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোনালাপে একথা বলেন ইরানের প্রেসিডেন্ট।১২০ মিনিটের ওই ফোনালাপে তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান বিশ্বের বহু দেশের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করেছে।

প্রেসিডেন্ট রায়িসি তার দেশের বিরুদ্ধে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর অগঠনমূলক পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএতে সম্প্রতি পশ্চিমা দেশগুলো ইরানের বিরুদ্ধে যে প্রস্তাব পাস করেছে তার ফলে পারস্পরিক রাজনৈতিক আস্থার ঘাটতি দেখা দিয়েছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা এমনভাবে পুনরুজ্জীবিত করতে হবে যাতে ইরান এটি থেকে অর্থনৈতিক সুবিধা পেতে পারে। তিনি এই সমঝোতা নিয়ে অচলাবস্থা সৃষ্টির জন্য আমেরিকার একতরফা বেরিয়ে যাওয়া যাওয়াকে দায়ী করেন।

Development by: webnewsdesign.com