একইসঙ্গে করোনাভাইরাস ও মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন যুক্তরাজ্যের ক্যালিফোর্নিয়ার এক বাসিন্দা। মিচো থম্পসন নামে ওই ব্যক্তির শরীরে সম্প্রতি দুটি রোগেরই উপসর্গ দেখা দেয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা একইসঙ্গে ওই ব্যক্তির করোনা ও মাঙ্কিপক্সে আক্রান্ত হবার কথা জানান।যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, এর আগে একইসঙ্গে কেউ করোনাভাইরাস ও মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন এমন নজির পাওয়া যায়নি। এ ধরনের ঘটনা এটাই প্রথম।
প্রতিবেদনে বলা হয়, জুন মাসের শেষের দিকে ওই ব্যক্তি প্রথমে করোনায় আক্রান্ত শনাক্ত হন। কিন্তু কয়েকদিন না যেতেই তার পিঠ, পা, ঘাড়ে মাঙ্কিপক্সের উপসর্গ দেখা দেয়। পরে হাসপাতালে গেলে পরীক্ষার পর চিকিৎসকেরা জানান, করোনার পাশাপাশি তিনি মাঙ্কিপক্সেও আক্রান্ত হয়েছেন।প্রসঙ্গত, বিশ্বব্যাপী করোনার প্রকোপ কমে এলেও বিশ্বের বিভিন্ন দেশে ভাইরাসের উপপ্রজাতির সংক্রমণ ঘটছে। তার ফলে আক্রান্তের সংখ্যা ওঠানামা করছে। তবে করোনার টিকাদানের ফলে বিশ্বে করোনায় মৃত্যুর হার অনেক কমেছে।
অন্যদিকে, সংক্রমণ বেড়ে যাওয়ায় মাঙ্কিপক্স নিয়ে বিশ্বব্যাপী ‘জরুরি স্বাস্থ্য সতর্কতা’ জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। যে কোনো স্বাস্থ্য সংকটে এটিই সংস্থাটির জারি করা সবচেয়ে জোরালো সতর্কতা।শনিবার (২৩ জুলাই) মাঙ্কিপক্স ভাইরাস সম্পর্কিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কমিটির দ্বিতীয় বৈঠক শেষে এ ঘোষণা দেয়া হয়। এতে বলা হয়, বিশ্বব্যাপী মাঙ্কিপক্সের বিস্তার আন্তর্জাতিক উদ্বেগের পাশাপাশি জরুরি স্বাস্থ্য সতর্কতার পরিস্থিতি তৈরি করেছে।
সারা বিশ্বের সরকারগুলো মাঙ্কিপক্সের ক্রমবর্ধমান প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে চেষ্টা চালালেও, এটি আরও ছড়িয়ে পড়ার ‘সুস্পষ্ট ঝুঁকি’ রয়েছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জানান, এখন পর্যন্ত বিশ্বের ৭৫টি দেশ থেকে ১৬ হাজারের বেশি মানুষের মাঙ্কিপক্স আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। প্রাদুর্ভাবের ফলে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে।ডব্লিউএইচও বলছে, মাঙ্কিপক্স ছাড়াও বর্তমানে এ ধরনের আরও দুটি স্বাস্থ্য জরুরি স্বাস্থ্য অবস্থা জারি রয়েছে। এর একটি করোনাভাইরাস মহামারি এবং অন্যটি পোলিও।
Development by: webnewsdesign.com