এইচএসসিতে রাজশাহী বোর্ডে বসছে দেড় লাখের বেশি পরীক্ষার্থী

বুধবার, ০১ ডিসেম্বর ২০২১ | ৪:৫৭ অপরাহ্ণ

এইচএসসিতে রাজশাহী বোর্ডে বসছে দেড় লাখের বেশি পরীক্ষার্থী
apps

আগামী বৃহস্পতিবার (২ ডিসেম্বর) থেকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে রাজশাহী শিক্ষাবোর্ড।

রাজশাহী শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, বোর্ডের মোট ১ লাখ ৫০ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থী এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নেবে। এবছর ছাত্র ৭৯ হাজার ৭১৫ জন ও ছাত্রী ৭১ হাজার ২২৮ জন। ছাত্রীর চেয়ে ছাত্রের সংখ্যা বেশি।

এ বছর বিজ্ঞান বিভাগ থেকে ৩৭ হাজার ৯৯১ জন শিক্ষার্থী পরীক্ষায় বসছে। এছাড়া মানবিক বিভাগে ৯৫ হাজার ২৬০ জন ও বাণিজ্য বিভাগে ১৭ হাজার ৩৬৬ জন ছাড়াও অন্যান্য বিভাগে ১২৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এছাড় মোট ২০০টি কেন্দ্রে ৭৬১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় বসছে।

রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. হাবিবুর রহমান জানান, এইচএসসি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্নের নির্দেশনা দেওয়া হয়েছে।

Development by: webnewsdesign.com