এআই ভিডিও বানানোর বিশেষ প্রোগ্রাম আনছে গুগল

শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪ | ৮:৪৬ অপরাহ্ণ

এআই ভিডিও বানানোর বিশেষ প্রোগ্রাম আনছে গুগল
apps

চারিদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার জয়জয়কার। এআই টুল কাজে লাগিয়ে হরেক রকমের কাণ্ড ঘটানো হচ্ছে পৃথিবীতে। সেই কাণ্ড নিয়ে ইতিবাচক আলোচনা যেমন হচ্ছে, তেমন নেতিবাচক আলোচনাও কম নয়।

এবার এআই ব্যবহার করে ভিডিও তৈরির জন্য লুমিয়ের নামে একটি প্রোগ্রাম তৈরি করছে গুগল। এই এআই টুল ব্যবহার করে বাস্তবধর্মী, বৈচিত্র্যময় ও অ্যানিমেটেড ভিডিও তৈরি করা যাবে বলে দাবি মার্কিন টেক জায়ান্টের।

লুমিয়ের ব্যবহার করে লেখা থেকে ভিডিও, ছবি থেকে ভিডিও বানানো যাবে। ছবিকে অ্যানিমেশন ভিডিওতেও রূপান্তর করা যাবে।

লুমিয়ের ব্যবহার বা ডাউনলোড করার সুযোগ এখনো উন্মুক্ত হয়নি। ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে লুমিয়েরকে গুগল বার্ডের অন্তর্ভুক্ত করা হতে পারে। অবশ্য এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

Development by: webnewsdesign.com