উপাচার্য থাকলেন কি থাকলেন না, তাতে শিক্ষার্থীদের সমস্যার সমাধান হবে না: শিক্ষামন্ত্রী

বুধবার, ২৬ জানুয়ারি ২০২২ | ৮:৩৬ অপরাহ্ণ

উপাচার্য থাকলেন কি থাকলেন না, তাতে শিক্ষার্থীদের সমস্যার সমাধান হবে না: শিক্ষামন্ত্রী
apps

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা তাদের সব দাবি বাস্তবায়ন করব। যে বা যারাই অপরাধী হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বুধবার নিজ সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শাবির চলমান অবস্থা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘এখানে পুলিশি অ্যাকশন হয়েছে, যা দুঃখজনক। অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। অনশনের অষ্টম দিন আজ সকালে শিক্ষার্থীরা অনশন ভেঙেছেন। এ জন্য তাদের সাধুবাদ জানাই। ‘শিক্ষার্থীরা যে কারণে আন্দোলন করেছেন, সেসব সমস্যার আমরা সমাধান করব। আমরা সব সমস্যার সমাধান করতে চাই।’

দীপু মনি বলেন, ‘যে কারণে শিক্ষার্থীদের কয়েকটি দফার আন্দোলন এক দফার আন্দোলনে পরিণত হলো, তা আমরা খতিয়ে দেখব। এ ঘটনায় কারও ত্রুটি-বিচ্যুতি থাকলে যে বা যারা দায়ী থাকবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।’

দীপু মনি বলেন, ‘বিগত কয়েক দিন বিষয়টিতে সম্পৃক্ত ছিলাম। শিক্ষার্থীদের যে সমস্যা নিয়ে আন্দোলন তা যে শুধু শাবিতে তা নয়, অনেক বিশ্ববিদ্যালয়েই এ সমস্যাগুলো আছে। এগুলো চিহ্নিত করতে হবে, যাতে শিক্ষার্থীরা ভালো পরিবেশে লেখাপড়া করতে পারেন।

‘আজ দীর্ঘ সময় আলোচনা করেছি। জাফর ইকবাল সাহেব ছিলেন। অনশনকারী ও আন্দোলনকারীরাও ছিলেন। আলোচনায় আমরা সিদ্ধান্ত নিয়েছি, শিক্ষার্থীরা তাদের অবরোধ কর্মসূচি তুলে নেবেন। আন্দোলনের ইতি টানবেন। কিন্তু যে কারণে আন্দোলন, তা আমরা অ্যাড্রেস করব।’

মন্ত্রী বলেন, ‘আন্দোলনের সময় কিছু মামলা হয়েছে। পেছনে যা কিছু ঘটেছে, সেসব থাকবে না। তাদের কোনো কিছুতেই এর কোনো প্রভাব থাকবে না। মামলা থাকবে না। সমস্যার যখন সমাধান হচ্ছে, তখন যারা এগুলো করেছেন তাদের সঙ্গে কথা বলে এগুলোর নিষ্পত্তি করতে হবে।

‘কর্তৃপক্ষের সঙ্গে আমরা আলোচনা করব। উপাচার্য থাকলেন কি থাকলেন না, তাতে শিক্ষার্থীদের সমস্যার সমাধান হবে না। আমরা সমস্যার সমাধান করব। এটার অন্য পদ্ধতি আছে। রাষ্ট্রপতি আমার ওপর দায়িত্ব ন্যস্ত করেছেন। আমরা দেখব এ ব্যাপারে আমাদের পক্ষে কী করা সম্ভব।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘শিক্ষার্থীরা যখন চাইবেন আমার সঙ্গে আলোচনায় বসতে পারবেন। তারা চাইলে আমি সিলেটে যেতে পারি। অনশন ভেঙেছেন। এখন তাদের সঙ্গে আলোচনা করে তাদের দাবি বাস্তবায়নের মাধ্যমে আন্দোলন শেষ করা হবে। শুধু শাবিপ্রবিতে নয়, অন্য বিশ্ববিদ্যালয়গুলোয় আবাসন হলসহ বিভিন্ন সমস্যার সমাধান করা হবে।’

Development by: webnewsdesign.com