সভাপতি জি এম তালুকদার, সম্পাদক তাছির উদ্দীন

উন্নয়ন অগ্রযাত্রা সচল রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই ; এম পি জয় কাজিপুর পৌর আওয়ামী লীগের সম্মেলনে

রবিবার, ০৪ জুন ২০২৩ | ৫:৩১ অপরাহ্ণ

উন্নয়ন অগ্রযাত্রা সচল রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই ; এম পি জয় কাজিপুর পৌর আওয়ামী লীগের সম্মেলনে
উন্নয়ন অগ্রযাত্রা সচল রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই ; এম পি জয় কাজিপুর পৌর আওয়ামী লীগের সম্মেলনে
apps

কাজিপুর পৌর আওয়ামী লীগ ও পৌর মহিলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি মনোনীত হয়েছেন কাজিপুর পৌরসভার সাবেক মেয়র গোলাম মোস্তফা মধু তালুকদার, সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর তাছির উদ্দীন তাছু এবং মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা পারভীন সাধারণ সম্পাদক মিনা খাতুন।

মনোনীতদের নাম ঘোষণা করেন, প্রধান অতিথি সিরাজগঞ্জ -১ আসনের সাংসদ ও কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তানভীর শাকিল জয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সহসভাপতি আব্দুল লতিফ, রবিউল আউয়াল তালুকদার, সাজেদুল করিম ফরিদ,আব্দুর রাজ্জাক খোকা,নুরুল ইসলাম, মাহবুবুর রহমান সৈনিক ,যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম রাজু, সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম কুড়ান, নুরে আলম সিদ্দিক,শফিকুল ইসলাম প্রচার সম্পাদক মাহবুবুর রহমান ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকে যারা পৌর আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন, তাদের দায়িত্ব হলো, সকলকে সাথে নিয়ে সরকারের উন্নয়নের কথা ঘরে ঘরে পৌঁছানো। আগামী সংসদ নির্বাচনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্ৰযাত্রা সচল রাখতে হবে। ৩ জুন শনিবারসন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধক ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দীন।

পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা মধু তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য মোসলেম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক মেয়র নিজাম উদ্দিন ও নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় দায়িত্বে ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আউয়াল তালুকদার। সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষক লীগের সভাপতি দ্বীন মোহাম্মদ বাবলু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েতুল ইসলাম শাওন প্রমুখ।

Development by: webnewsdesign.com