উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, গ্রেফতার ১

বুধবার, ০৪ জানুয়ারি ২০২৩ | ১২:৫৬ অপরাহ্ণ

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, গ্রেফতার ১
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, গ্রেফতার ১
apps

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মাড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন পুলিশ। গতকাল মঙ্গলবার মধ্য রাতে এই অভিযান চালায় এপিবিএন পুলিশ।

৮ এপিবিএন পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ আজ সকালে জানান, গতকাল মঙ্গলবার গভীর রাতে উখিয়া উপজেলার বালুখালী ৮ নম্বর ক্যাম্পের ৩৭ নম্বর ব্লকে বহিরাগত সন্ত্রাসী এসে গোলাগুলি শুরু করে। এতে সাধারণ রোহিঙ্গাদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে ৮ এপিবিএন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার উক্য সিং এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে। এ সময় পুলিশ আব্দুস শুক্কুর নামে এক যুবককে একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ গ্রেফতার করে।

গ্রেফতার আব্দুস শুক্কুর টেকনাফ উপজেলার লম্বাবিল গ্রামের আব্দুর রহিমের ছেলে। এপিবিএন পুলিশ জানান, গ্রেফতার আব্দুস শুক্কুরকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Development by: webnewsdesign.com