উক্রেন ও তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র দ্বিমুখী আচরণ:চীন

রবিবার, ৩১ জুলাই ২০২২ | ৬:০১ অপরাহ্ণ

উক্রেন ও তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র দ্বিমুখী আচরণ:চীন
apps

ইউক্রেন ও তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র দ্বিমুখী আচরণ করছে বলে অভিযোগ করেছে চীন। দেশটির অভিযোগ, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে যুক্তরাষ্ট্র সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে বিবেচনা করলেও তাইওয়ান ইস্যুতে চীনের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে তারা। এদিকে চীন তাইওয়ানের চলমান উত্তেজনার মধ্যেই সপ্তাহব্যাপী সামরিক মহড়া করেছে তাইপে।

তাইওয়ান ইস্যুতে চীন-যুক্তরাষ্ট্র উত্তেজনার পারদ বেড়েই চলেছে। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সম্ভাব্য তাইওয়ান সফর নিয়ে সেই উত্তেজনা আরও বেড়েছে। গত সপ্তাহে চীন ও মার্কিন প্রেসিডেন্ট তাইওয়ান ইস্যুতে একে অপরকে সতর্ক করেছেন। খবর রয়টার্স।চলমান দ্বন্দ্বের মধ্যেই এবার জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরব হয়েছে চীন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে চীনা উপরাষ্ট্রদূত গেং শুয়াং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দ্বিমুখী আচরণের অভিযোগ তোলেন।তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। অথচ তাইওয়ান ইস্যুতে তারাই চীনের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে তাইওয়ান নিয়ে চীনের নীতিকে বাইডেন প্রশাসন চ্যালেঞ্জ করছে বলেও অভিযোগ তার।গেং শুয়াংয়ের দাবি, পশ্চিমা দেশগুলো ক্রমাগত তাইওয়ান ইস্যুতে গভীর উদ্বেগ সৃষ্টি করছে। সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় চীনের নীতিকে অবমূল্যায়ন না করার আহ্বান জানান তিনি। এ সময় চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সুরে সুর মিলিয়ে ‘আগুন নিয়ে খেলা’ বন্ধ করারও আহ্বান জানান গেং শুয়াং।এদিকে, চীন-তাইওয়ানের চলমান উত্তেজনার মধ্যে সপ্তাহব্যাপী সামরিক মহড়া করেছে তাইপে সরকার। ‘শত্রুর’ হাত থেকে দেশকে রক্ষা করতে তাইপের সংশান বিমানবন্দরে পাঁচ দিনের এ মহড়া অনুষ্ঠিত হয়।

Development by: webnewsdesign.com