উইকিপিডিয়ায় ভুল তথ্যের সংশোধন চান ডেল স্টেইন

বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২০ | ৮:২৩ অপরাহ্ণ

উইকিপিডিয়ায় ভুল তথ্যের সংশোধন চান ডেল স্টেইন
apps

উইকিপিডিয়ায় তাঁর সম্পর্কে ভুল তথ্য দেওয়া রয়েছে। যা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ডেল স্টেইন। সেই ভুল তথ্যের সংশোধন চান এই প্রোটিয়া পেসার।

সেই তথ্য ঠিক করে দেওয়ার আবেদন জানিয়ে গুগলের কাছে আবেদন করেছেন ডেল স্টেইন । এ ব্যাপারে এক টুইটে স্টেইন লিখেছেন, “গুগলের কেউ কি আমাকে উইকিপিডিয়ায় আমার সম্পর্কে তথ্য পাল্টাতে সাহায্য করতে পারেন? একটা খুব সিরিয়াস তথ্য ভুল রয়েছে। আর সেটা আমি পাল্টাতে চাইছি।”

 

 

 

স্টেইনের এই আবেদেন সোশ্যাল মিডিয়ায় অনেকে রসিকতাও করেছেন। অনেকে আবার তাঁর পাশে দাঁড়িয়েছেন। কিন্তু ঠিক কোন তথ্য ভুল রয়েছে, তা পরিষ্কার নয়।

চোটের জন্য দীর্ঘদিন ক্রিকেটের বাইরে ছিলেন ডেল স্টেন। বেশ কয়েক বছর ধরেই কাঁধের চোট ভোগাচ্ছে তাঁকে। ২০১৬ সালের নভেম্বর থেকে ধরলে এই সময় পর্যন্ত মাত্র আট টেস্ট, নয় ওয়ানডে ও দুটো টি-টোয়েন্টি খেলেছেন স্টেইন।

Development by: webnewsdesign.com