ঈদে সিরাজগঞ্জের নলকা সেতু আংশিক যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে

রবিবার, ১৭ এপ্রিল ২০২২ | ১:৩৩ অপরাহ্ণ

ঈদে সিরাজগঞ্জের নলকা সেতু আংশিক যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে
apps

ঈদ যাত্রায় যানজটের কারণে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে সলঙ্গা উপজেলার ফুলজোর নদীর ওপর নলকা সেতুর এক লেন ঈদুল ফিতরের আগেই যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে নলকা সেতুর নির্মাণ কাজ পুরোদমে চলছে এবং ঈদের আগেই তা শেষ হবে বলে সেতুর প্রকল্প ব্যবস্থাপক এখলাস উদ্দিন জানান।এছাড়া ছুটির দিনে যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে বঙ্গবন্ধু সেতু সংলগ্ন মহাসড়কে মোট ৪৫০ পুলিশ সদস্য কাজ করবেন বলে জানিয়েছে পুলিশ।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, পুলিশ সদস্যরা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যান চলাচল সহজ করতে কাজ করবে।ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কের হাটিকুমরুল গোল চত্বর থেকে চান্দাইকোনা পর্যন্ত ৩৬ কিলোমিটার দীর্ঘ টেইলব্যাকের কারণে প্রতি বছর গৃহমুখী মানুষদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

যাত্রীদের দুর্ভোগ লাঘব করতে বঙ্গবন্ধু পশ্চিম পাশে ঢাকা-রংপুর-বুড়িমারী মহাসড়ককে চার লেনে উন্নীত করার প্রকল্প হাতে নিয়েছে সরকার।নির্মাণ কাজ এখনও শেষ না হওয়ায় ঈদের ছুটিতে বিগত বছরের মতো এবারও তীব্র যানজটের সম্মুখীন হতে পারেন যাত্রীরা।

Development by: webnewsdesign.com