ইসরায়েল ও গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপে একমত হয়েছে : ডোনাল্ড ট্রাম্প

বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫ | ১২:০০ অপরাহ্ণ

ইসরায়েল ও গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপে একমত হয়েছে : ডোনাল্ড ট্রাম্প
apps

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইসরায়েল ও হামাস গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপে একমত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের চুক্তি সম্পন্ন হয়েছে।

মধ্যস্থতাকারী দেশ কাতার এই খবর নিশ্চিত করেছে। দোহা জানিয়েছে, চুক্তির সব শর্ত ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে উভয় পক্ষ একমত হয়েছে।

হামাস এক বিবৃতিতে জানায়, তারা এমন একটি সমঝোতায় পৌঁছেছে যা গাজায় যুদ্ধের অবসান ঘটাবে, ইসরায়েলি সেনাদের প্রত্যাহার নিশ্চিত করবে, মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেবে এবং বন্দি বিনিময়ের প্রক্রিয়া চালু করবে।

অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, বৃহস্পতিবার তিনি সরকারে এই যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন চাইবেন। তিনি বলেন, এটি ইসরায়েলের জন্য এক মহান দিন।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১ লাখ ৬৯ হাজারের বেশি আহত হয়েছেন। হাজার হাজার মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়।

Development by: webnewsdesign.com