ইসরাইলি সেনাদের গুলিতে আহত ১ ফিলিস্তিনি

শনিবার, ০২ জানুয়ারি ২০২১ | ৩:২৩ অপরাহ্ণ

ইসরাইলি সেনাদের গুলিতে আহত ১ ফিলিস্তিনি
apps

পশ্চিম তীরে সংঘাত চলাকালে শুক্রবার (১ জানুয়ারি) ইসরাইলি সৈন্যদের গুলিতে ফিলিস্তিনি এক নাগরিকের ঘাড়ের নিচ থেকে প্যারালাইজ হয়ে গেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়। খবর এএফপির।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ওই ব্যক্তির ঘাড় বরাবর গুলি লেগেছিল। এর আগে ফিলিস্তিনি সূত্র হেবরনের দক্ষিণের আল-তুয়ানাহ গ্রামে ২৪ বছর বয়সী হারুন রাসমি আবু আরামের আহত হওয়ার কথা জানায়।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ডব্লিউএএফএ পরিবেশিত খবরে বলা হয়, ফিলিস্তিনি এ নাগরিক তার অধিকারে থাকা একটি বৈদ্যুতিক জেনারেটর ইসরাইলি সৈন্যদের নিয়ে যাওয়ার হাত থেকে রক্ষার চেষ্টা করছিলেন। ইসরাইলি মানবাধিকার গ্রুপ বি’তসালেম বলেছে, আবু আরাম বসতি স্থাপনে এক প্রতিবেশিকে সাহায্য করছিলেন।

এদিকে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানায়, অবৈধ স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযান চলাকালে ফিলিস্তিনি নাগরিকরা ইসরাইলি সৈন্যদের লক্ষ্য করে হামলা চালায় এবং এর জবাবে তারা ফাঁকা গুলি ছোড়ে। আইডিএফ আরও জানায়, এ ঘটনার ব্যাপারে তদন্ত করা হচ্ছে। উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকে ইসরাইল পশ্চিম তীর দখল করে রেখেছে।

Development by: webnewsdesign.com