ইলিশসহ ছয় ভারতীয় আটক

শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২০ | ৮:৪২ অপরাহ্ণ

ইলিশসহ ছয় ভারতীয় আটক
apps

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬৪ কেজি ইলিশসহ ছয় ভারতীয়কে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানা পুলিশ তাদের আটক করে।

আটকরা হলেন, অশোক দাসের ছেলে শান্তু দাস, নির্মল বিশ্বাসের ছেলে বিপ্লব বিশ্বাস, পরিতোষ হালদারের ছেলে তারেক হালদার, দীপক সরকারের ছেলে দিববেন্দু সরকার, মৃনাল বিশ্বাসের ছেলে মিঠুন বিশ্বাস ও সুকুমার রায়ের ছেলে বিকাশ রায়।

আটকদের সবার বাড়ি ভারতের বনগাঁর থানার বিভিন্ন এলাকায়।

 

 

 

আটকরা প্রতিদিন বিজনেস ভিসায় পাসপোর্ট যোগে ভারত থেকে বাংলাদেশে আসে। এ সময় সঙ্গে বিভিন্ন কসমেটিক সামগ্রী ও মদ নিয়ে বেনাপোলে বিক্রি করে। সন্ধ্যায় আবার বেনাপোল বাজার থেকে ইলিশ কিনে ভারতে নিয়ে বিক্রি করে। এক প্রকার বৈধ পথে বৈধতার আড়ালে ধরা ছোঁয়ার বাইরে থেকে দীর্ঘদিন ধরে চোরাচালান ও মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছিল তারা।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বেনাপোল বাজারের লাল মিয়া মার্কেটের পেছনে অভিযান চালিয়ে ছয় ভারতীয়কে ছয়টি স্কুলব্যাগসহ আটক করে। পরে ব্যাগ থেকে ৬৪ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Development by: webnewsdesign.com