ইরানের সংসদ নির্বাচনে জয়ের পথে রক্ষণশীলরা

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ৪:৫৩ অপরাহ্ণ

ইরানের সংসদ নির্বাচনে জয়ের পথে রক্ষণশীলরা
apps

ইরানের সংসদীয় নির্বাচনে রক্ষণশীলদের জয়জয়কার। শেষ খবর পাওয়া পর্যন্ত ২০৮টি সংসদীয় এলাকার মধ্যে ১৭১টি সংসদীয় এলাকার নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। তবে তেহরান প্রদেশের নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি। এখনও ভোট গণনা চলছে।

রাজধানী তেহরানে সাবেক মেয়র ও রক্ষণশীল প্রার্থী মোহাম্মাদ বাকের কালিবফের নেতৃত্বাধীন প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

সর্বশেষ পাওয়া তথ্যানুযাযী তেহরানে সবচেয়ে বেশি ভোট পেতে যাচ্ছেন কলিবফ। এরপরই রয়েছেন সাবেক ইসলামি দিক নির্দেশনা বিষয়ক মন্ত্রী সাইয়্যেদ মোস্তাফা মিরসালিম।
তেহরান নির্বাচনী এলাকায় ৩০টি আসন রয়েছে। প্রায় সব আসনেই রক্ষণশীলরা বিজয়ী হবে বলে ধারণা করা হচ্ছে। সারাদেশেই এবার রক্ষণশীলরা ভালো করেছে।

ইরানের ২০৮টি সংসদীয় এলাকায় ২৯০টি আসন রয়েছে। এর মধ্যে তেহরান নির্বাচনি এলাকাতেই রয়েছে ৩০টি আসন। কোনো নির্বাচনি এলাকায় আবার একটি আসন রয়েছে। জনসংখ্যার ঘনত্বের ভিত্তিতে আসন সংখ্যা নির্ধারিত হয়।

ইরানে শুক্রবার সংসদ ও বিশেষজ্ঞ পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শেষবেলায় ভিড়ের কারণে রাত ১২টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। আগামীকাল চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

Development by: webnewsdesign.com