ইরানের ওপর ইইউর নিষেধাজ্ঞা চেয়েছে ইউক্রেন

মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ | ১:৪৫ অপরাহ্ণ

ইরানের ওপর ইইউর নিষেধাজ্ঞা চেয়েছে ইউক্রেন
apps

কুর্দি তরুণী মাহসা আমিনির (২২) মৃত্যুর ঘটনায় শুরু হওয়া বিক্ষোভে দমন-পীড়ন চালানোয় ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। নতুন এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ইরানের নীতি পুলিশ, দেশটির রেভল্যুশনারি গার্ডের সাইবার বিভাগ, তথ্যমন্ত্রী মোহাম্মদ জাভেদ আজারি জাহরোমি।

সোমবার লুক্সেমবার্গে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক থেকে এ ঘোষণা দেওয়া হয়। খবর আনাদোলুর। এদিকে রাশিয়াকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করার অভিযোগে ইরানের ওপর ইইউর আরও নিষেধাজ্ঞা চেয়েছে ইউক্রেন।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা সোমবার ইউরোপীয় ইউনিয়নের কাছে এ অনুরোধ জানান। এক টুইটবার্তায় তিনি ইইউ নেতাদের উদ্দেশ্য করে বলেন, সম্প্রতি কিয়েভসহ আশপাশের শহরগুলোকে রাশিয়া যে হামলা চালিয়েছে, এসব হামলায় ইরানের আত্মাঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে।

Development by: webnewsdesign.com