ইবিতে ইসলামের দৃষ্টিতে কূটনৈতিক অধিকার বিষয়ক সেমিনার

বুধবার, ১৩ জানুয়ারি ২০২১ | ৩:০৫ অপরাহ্ণ

ইবিতে ইসলামের দৃষ্টিতে কূটনৈতিক অধিকার বিষয়ক সেমিনার
apps

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে ‘কূটনৈতিক অধিকার: ইসলামী দৃষ্টিকোণ’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে পিএইচডি গবেষক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন ২০১৪-১৫ শিক্ষাবর্ষের পিএইচডি গবেষক ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র শিক্ষক আব্দুল্লাহ আল-মামুন। গবেষণাপত্রে তিনি মানবরচিত আইনের মধ্যকার কূটনীতির সাথে ইসলাম প্রদত্ত কূটনীতির সাদৃশ্য-বৈসাদৃশ্য ও ইসলামী কূটনীতির কল্যাণকর দিকসমূহ আলোকপাত করেন।

এসময় বিভাগীর সভাপতি প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ সোলায়মান। বিশেষ অতিথি ছিলেন গবেষণার তত্বাবধায়ক ও বিভাগের প্রফেসর ড. ময়নুল হক। সেমিনারে মূখ্য আলোচক ছিলেন বিভাগের প্রফেসর ড. আকতার হোসেন এবং আল ফিকহ এন্ড লিগাল স্টাডিজ বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. নাছির উদ্দীন আযহারী।

এছাড়া আল-কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. ইয়াকুব আলী, একই বিভাগের প্রফেসর ড. জাকির হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

Development by: webnewsdesign.com