ইন্টারকন্টিনেন্টাল-নীলক্ষেত-সায়েন্সল্যাব-চানখারপুল অবরোধ, অচল রাজধানীর ৬ সড়ক

রবিবার, ০৭ জুলাই ২০২৪ | ৫:৪৮ অপরাহ্ণ

ইন্টারকন্টিনেন্টাল-নীলক্ষেত-সায়েন্সল্যাব-চানখারপুল অবরোধ, অচল রাজধানীর ৬ সড়ক
apps

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর বাংলা ব্লকেড কর্মসূচির আওতায় রাজধানী ঢাকার শাহবাগ, নীলক্ষেত, সায়েন্সল্যাব মোড়, পরিবাগ, চানখারপুল মোড় অবরোধ করেছে কোটাবিরোধী আন্দোলনকারীরা। এতে রাজধানীর ৬টি সড়ক অচল হয়ে রয়েছে।

রবিবার দুপুর ২টায় প্রথমে ঢাকা কলেজের কোটাবিরোধী আন্দোলনকারীরা কলেজ থেকে মিছিল নিয়ে এসে সায়েন্সল্যাব মোড় অবরোধ করে। এসময় তারা কোটাবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে।

সায়েন্সল্যাব মোড় অবরোধ করা হলে যানবাহন গুলো কাটাবন মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে দিয়ে যাতায়াত করতে দেখা যায়। এর কিছু সময় পরেই বিকাল ৩টায় ইডেন কলেজ থেকে মিছিল নিয়ে নীলক্ষেত মোড় অবরোধ করেন কোটাবিরোধী আন্দোলনের ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। বিকাল ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইডেন মহিলা কলেজের নারী শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় অবরোধ করে রাখে। এসময় রাস্তার দুই পাশেই তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিকাল ৪টা নাগাদ এ সময় সায়েন্সল্যাব মোড় থেকে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী এসে এ সময় ইডেন মহিলা কলেজের নারী শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন।

এর কিছু সময় পর ব্যানার নিয়ে সরকারি তিতুমীর কলেজের কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা যোগ দেন। এদিকে, বিকাল ৩টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগ অভিমুখে এগিয়ে যায়। বিকাল পৌনে ৪টা নাগাদ শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলনকারীরা। এসময় আন্দোলনকারীদের একটি অংশ হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন পরিবাগ মোড় অবরোধ করে রাখে।

আন্দোলনকারীদের একটি অংশ চানখারপুল মোড় সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভারের উঠার ও নামার র‍্যাম বন্ধ করে দেয়। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

Development by: webnewsdesign.com