ইতালি যাওয়ার পথে ঠান্ডায় মারা যাওয়া ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ

রবিবার, ৩০ জানুয়ারি ২০২২ | ১:৫৪ অপরাহ্ণ

ইতালি যাওয়ার পথে ঠান্ডায় মারা যাওয়া ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ
apps

লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে হাইপোথার্মিয়া বা অতিরিক্ত ঠান্ডায় মারা যাওয়া সাত বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শনিবার তাদের পরিচয় প্রকাশের পাশাপাশি তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে জরুরি নোটিশ দেয় দূতাবাস।

নোটিশে বলা হয়েছে, গত ২৫ জানুয়ারি ২০২২ লিবিয়া হতে ইতালি আসার পথে অতিরিক্ত ঠান্ডায় মৃত্যুবরণকারী অভিবাসী প্রত্যাশী সাত জন বাংলাদেশির পরিচয় নিরুপণের জন্য শ্রমকল্যাণ কাউন্সিলর মো. এরফানুল হকের নেতৃত্বে বাংলাদেশ দূতাবাসের দুই সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল মৃত্যুবরণকারীদের সাথে আগমনকারী উদ্ধারকৃতদের সাথে কথা বলেন।

ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে অবস্থিত হট স্পট ক্যাম্পে অবস্থানকারীদের সাথে পুলিশের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ পরিচালিত হয়। জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃতদের দেয়া তথ্য অনুযায়ী মৃত্যুবরণকারীদের পরিচয় নিম্ন প্রদান করা হলো:

১. ইমরান হোসেন, গ্রাম: পশ্চিম পিয়ারপুর, উপজেলা: মাদারীপুর সদর, জেলা: মাদারীপুর।

২. রতন/জয় তালুকদার, গ্রাম: পিয়ারপুর, উপজেলা: মাদারীপুর সদর, জেলা: মাদারীপুর।

৩. সাফায়েত, গ্রাম: ঘটকচর, উপজেলা: মাদারীপুর সদর, জেলা: মাদারীপুর।

৪. জহিরুল, গ্রাম: মোস্তফাপুর, উপজেলা: মাদারীপুর সদর, জেলা: মাদারীপুর।

৫. বাপ্পী, উপজেলা: মাদারীপুর সদর, জেলা: মাদারীপুর।

৬. সাজ্জাদ, গ্রাম: মামুদপুর, উপজেলা: জামালগঞ্জ, জেলা: সুনামগঞ্জ।

৭. সাইফুল, উপজেলা: ভৈরব, জেলা: কিশোরগঞ্জ।

নোটিশে বলা হয়েছে, ইতালি কর্তৃপক্ষের কাছ থেকে মৃতদের কোনো পরিচয় পাওয়া যায়নি। এ ছাড়া মৃতদের সঙ্গে কোনো ধরনের শনাক্তকারী নথি না থাকায় শনাক্তকরণে জটিলতা দেখা দিয়েছে।

 

Development by: webnewsdesign.com