এরিক টেন হাগকে কোচের পদ থেকে বরখাস্ত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এক বিজ্ঞপ্তিতে এটা নিশ্চিত করেছে তারা। রুড ভ্যান নিস্টলরয়কে অন্তবর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইউনাইটেড। এ সময়ে হেড কোচ খোঁজার কাজ চালিয়ে যাবে ক্লাবটি।
বিজ্ঞপ্তিতে ইউনাইটেড জানায়, ‘এরিক টেন হাগ ২০২২ সালের এপ্রিলে ইউনাইটেডের কোচ হিসেবে নিয়োগ পান। তার অধীনে ইউনাইটেড দুটি ঘরোয়া ট্রফি জিতেছে। ২০২৩ সালে কারাবাও কাপ ও চলতি বছরে এফএ কাপ। আমরা ক্লাবের প্রতি এরিক যা করেছে তার জন্য কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতের জন্য তাকে শুভকামনা জানাই।
প্রিমিয়ার লীগে শেষ ৯ ম্যাচের মধ্যে ৩ জয়ের বিপরীতে ৪টিতে হেরেছে রেড ডেভিলসরা। বাকি দুটি ড্র। সর্বশেষ গতকাল ওয়েস্টহ্যামের বিপক্ষে ২-১ গোলে হেরেছে তারা।
Development by: webnewsdesign.com