ইউনাইটেডের মান বাঁচালেন র‌্যাশফোর্ড

সোমবার, ৩১ অক্টোবর ২০২২ | ৭:০৭ অপরাহ্ণ

ইউনাইটেডের মান বাঁচালেন  র‌্যাশফোর্ড
apps

সেই দুর্দান্ত ম্যাঞ্চেস্টার ইউনাইটেড আর নেই। দলে তারকার ছড়াছড়ি থাকলেও মাঠে তারা বিবর্ণ। রবিবার রাতে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষেও সেই দুর্দান্ত ইউনাইটেডকে দেখা যায়নি। সতীর্থদের বিবর্ণতার মাঝেই একমাত্র গোল করে দলকে স্বশ্চির জয় এনে দেন মার্কাস র‌্যাশফোর্ড।

ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের ম্যাচটিত এরিক টেন হাগের দল জিতেছে ১-০ গোলে।
ম্যাচের ১৫তম মিনিটে রোনালদোর দূরপাল্লার শট সরাসরি গোলরক্ষকের গ্লাভসে চলে যায়। একটু পর র‌্যাশফোর্ডের হেডও ধরে ফেলেন গোলরক্ষক। র‌্যাশফোর্ডের ৩৮তম মিনিটের গোলে এই নিরুত্তাপ ম্যাচে যেন প্রাণ ফিরে আসে। ক্রিশ্চিয়ান এরিকসেনের বাড়ানো বলে লাফিয়ে উঠে নিখুঁত হেডে বল জালে পাঠিয়ে দেন র‌্যাশফোর্ড। এটাই ম্যান ইউয়ের হয়ে তার শততম গোল।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও একইরকম ধারহীন ফুটবল খেলেছে ইউনাইটেড। রোনালদো যেন গোলপোস্ট দেখতেই পারছিলেন না! এতটাই বাজে খেলছিলেন তিনি। শেষ পর্যন্ত একমাত্র গোলেই ম্যাচের ফলাফল নির্ধারণ হয়। ১২ ম্যাচে সাত জয় ও দুই ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে উঠে এসেছে ইউনাইটেড। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ওয়েস্ট হ্যাম আছে ত্রয়োদশ স্থানে।

Development by: webnewsdesign.com