ইউক্রেনে যুদ্ধ শুরুর পর জেলেনস্কির সঙ্গে প্রথম বৈঠক মোদির

শনিবার, ২০ মে ২০২৩ | ৭:০৬ অপরাহ্ণ

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর জেলেনস্কির সঙ্গে প্রথম বৈঠক মোদির
ইউক্রেনে যুদ্ধ শুরুর পর জেলেনস্কির সঙ্গে প্রথম বৈঠক মোদির
apps

জাপানের হিরোশিমায় জি৭ বৈঠকের ফাঁকে মুখোমুখি বৈঠক করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের ওপর হামলার পর এই প্রথম দুই রাষ্ট্রনেতা মুখোমুখি বৈঠকে বসলেন।

এর আগে ইউক্রেন যুদ্ধের মাঝে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এসসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠকে করেছিলেন মোদি। তখন মোদি বলেছিলেন, ‘এই যুগ যুদ্ধের জন্য নয়।’

জি৭ শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ডাক পেয়েছেন মোদি। সঙ্গে বিশেষ অতিথি হিসেবেই জাপানে গিয়েছেন জেলেনস্কি।
আজকে জেলেনস্কির সঙ্গে বৈঠকে ভারতের তরফে থেকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও। প্রধানমন্ত্রীর দফতরের তরফ থেকে এই বৈঠকের ছবি পোস্ট করা হয়। তবে বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে সরকারিভাবে কিছু বলা হয়নি। সূত্র : হিন্দুস্তান টাইমস, এনডিটিভি

Development by: webnewsdesign.com