ইউক্রেনের চার যুদ্ধবিমান গুলি করে মাটিতে ফেলল রাশিয়া

বুধবার, ১৩ জুলাই ২০২২ | ৬:৪৪ অপরাহ্ণ

ইউক্রেনের চার যুদ্ধবিমান গুলি করে মাটিতে ফেলল রাশিয়া
apps

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের দক্ষিণ দিকের অঞ্চল মাইকোলাইভে ইউক্রেনের বিমান বাহিনীর চারটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে রাশিয়ার যুদ্ধবিমান।বুধবার নিজেদের নিয়মিত ব্রিফিংয়ে এমন দাবি করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।বিমান ভূপাতিত করার বিষয়ে তারা বলেছে, রাশিয়ার যুদ্ধবিমান দোনেৎস্ক অঞ্চলে, ইউক্রেনের বিমান বাহিনীর সোভিয়েত আমলের একটি এসইউ-২৫ এবং একটি এসইউ-২৪ বিমান ভূপাতিত করেছে। সঙ্গে তারা আরেকটি এসইউ-২৫ এবং একটি মিগ-২৯ বিমানকে মাটিতে নামিয়েছে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের করা এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।রাশিয়া প্রায় প্রতিদিনই ইউক্রেনের বিভিন্ন সামরিক সরঞ্জাম এবং অস্ত্র রাখার গুদাম ধ্বংস করার দাবি করে থাকে।কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের পাঠানো দুটি মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম- হিমারস ধ্বংস করার দাবি করেছিল রাশিয়া। কিন্তু পরবর্তীতে ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয় হিমারস ধ্বংস করার দাবি মিথ্যা। তাদের এ অস্ত্রগুলো এখনো সচল আছে এবং এগুলো দিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।

Development by: webnewsdesign.com