ইউএস ওপেনের নতুন রাজা ডমিনিক থিম..

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০ | ১০:৩৪ পূর্বাহ্ণ

ইউএস ওপেনের নতুন রাজা ডমিনিক থিম..
apps

ইউএস ওপেনের পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন অস্ট্রিয়ার ডমিনিক থিম। ইউএস ওপেনের ফাইনালে প্রথম দুই সেটে পিছিয়ে পড়েও অসাধারণ প্রত্যাবর্তনের গল্প লিখলেন। জার্মানির আলেক্সান্দার জভেরভকে হারিয়ে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যাম জিতলেন ২৭ বছর বয়সী এই তারকা।

করোনার কারণে ইউএস ওপেনের এবারের আসরে ছিলেন না রজার ফেদেরার, রাফায়েল নাদালের মত তারকা। জোকোভিচও আইন ভাঙ্গায় বিদায় নেন মাঝপথে। তিন সেরা তারকার অনুপস্থিতিতে আসরের ফাইনালে মুখোমুখি হন জার্মানির আলেক্সান্ডার জভেরভ ও অস্ট্রিয়ার ডমিনিক থিম। প্রথম দুই সেট ২-৬ ও ৪-৬ গেমে জিতে নেন জভেরভ। কিন্তু তৃতীয় সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান থিম।

৬-৪ ও ৬-৩ গেমে জিতে নেন পরে দুই সেট। শেষ সেট গড়ায় টাইব্রেকারে। সেখানে ৭-৬ গেমের জয়ে উল্লাসে মাতেন থিম। ১৯৪৯ সালে পাঞ্চো গঞ্জালেসের পর, প্রথম খেলোয়াড় হিসেবে দুই সেটে পিছিয়ে পড়েও শিরোপা জয়ের কৃতিত্ব গড়লেন এই অস্ট্রিয়ান তারকা।

Development by: webnewsdesign.com