আসামের ৭০০ মাদ্রাসা মধ্যে বন্ধ করে, স্কুলে রুপ দিচ্ছে বিজেপি সরকার

শনিবার, ০২ জানুয়ারি ২০২১ | ১২:৪০ অপরাহ্ণ

আসামের ৭০০ মাদ্রাসা মধ্যে বন্ধ করে, স্কুলে রুপ দিচ্ছে বিজেপি সরকার
apps

ভারতের আসামে সমস্ত মাদ্রাসা ও সংস্কৃতি কেন্দ্রগুলো ৬ মাসের মধ্যে বন্ধ করে সাধারণ স্কুল করার আইন পাস করা হয়েছে।

জানা গেছে, আসাম বোর্ডের অন্তর্গত ৭০০টি নথিভুক্ত মাদ্রাসা রয়েছে। মাদ্রাসা বন্ধের আইন পাস করা নিয়ে রাজ্যজুড়ে চলছে বিতর্ক। সরকারি মাদ্রাসা বন্ধে বিজেপি সরকারের এমন সিদ্ধান্তে কড়া সমলোচনা করেছে অনেকেই।

বিজেপি সরকারের দাবি, মাদ্রাসাগুলোতে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। এই শিক্ষায় সাধারণ মুসলিম শিক্ষার্থীরা মূলস্রোতে কাজের সুযোগ পায়না। কিন্তু বিজেপি সরকারের এই দাবির সঙ্গে ধর্মীয় শিবির একমত নয়।

তবে এসব মাদ্রাসাগুলোকে সরকারি স্কুলে পরিণত করা যাবে কি না, তা নিয়ে দ্বন্দ্ব চলছে। যে সমস্ত মাদ্রাসা ব্যক্তিগত বা কোনো বোর্ডের মালিকানাধীন, তারা সরকারকে তা দিতে রাজি হবে কি না, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে।

Development by: webnewsdesign.com