আসামি ছিনতাই ও পালানোর দায় কার..?

শুক্রবার, ০৫ মার্চ ২০২১ | ৪:১৭ অপরাহ্ণ

আসামি ছিনতাই ও পালানোর দায় কার..?
প্রতীকী ছবি
apps

আসামি ছিনতাই বা পালানোর ঘটনায় সংশ্লিষ্টদের অসতর্কতাকেই দুষছেন বিশেষজ্ঞরা। জঙ্গিদের মতো অন্য আসামি ব্যবস্থাপনা ঢেলে সাজানোর পাশাপাশি যাদের গাফিলতির কারণে এ ঘটনা ঘটছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার পরামর্শ তাদের।

দেশের ইতিহাসে সবচেয়ে দুর্ধর্ষ আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে ২০১৮ সালের ২ মার্চ। ময়মনসিংহের ত্রিশালে প্রকাশ্যে দিনের আলোয় ফিল্মি কায়দায় গুলি চালিয়ে ও বোমা মেরে তিন আসামিকে ছিনিয়ে নেয় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবি। এরপর জঙ্গি আসামি ব্যবস্থাপনা ঢেলে সাজায় প্রশাসন।

সাবেক পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেন, ‘জঙ্গিদের যদি এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে হয় সেখানে সিনিয়র অফিসার দিতে হবে, প্রিজন ভ্যানের সামনে-পেছনে ফোর্স থাকবে এবং সবাই সতর্ক থাকবে।’

ত্রিশালের এরপর জঙ্গী আসামি পালানো বা ছিনতাইয়ের আর কোনো ঘটনা না ঘটলেও, হাসপাতাল কিংবা আদালত থেকে সাধারণ আসামিদের পালানোর ঘটনা থেমে থাকেনি। এ জন্য সংশ্লিষ্ট্যদের অসতর্কতাকেই দুষছেন বিশেষজ্ঞরা।

সাবেক পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেন, ‘মনে রাখতে হবে আসামি যে কোনো সময় পালিয়ে যেতে পারে। আর দায়িত্বরতদের গাফিলতি এবং অসতর্কতার কারণেই আসামি পালানোর ঘটনা ঘটে থাকে।’

আদালত থেকে আসামি পালানোর দায় নিতে নারাজ কারা কর্তৃপক্ষ। তবে, কারাগার থেকে আসামি পালানো ঠেকাতে নতুন নতুন উদ্যোগের কথা জানালেন কারা মহাপিরদর্শক।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন বলেন, ‘বর্তমানে সব কারাগারকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। এবং যে সিসি ক্যামেরাগুলো লাগানো হয়েছে সেগুলোতে যাতে কোনো ধরণের ত্রুটি না থাকে সে ব্যাপারে খেয়াল রাখছি।’

আসামি পালানো ঠেকাতে পুলিশ ও কারা কর্তৃপক্ষের সমন্বয় কতটুকু হচ্ছে সে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Development by: webnewsdesign.com