আসন্ন তিন সংসদীয় আসনের উপ-নির্বাচনে দলের পক্ষ থেকে নির্বাচন পরিচালনার জন্য পাঁচ নেতাকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
দায়িত্বপ্রাপ্তরা হলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও এস. এম কামাল হোসেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দায়িত্বপ্রাপ্তদের মধ্যে- ঢাকা-১৬ আসনে দায়িত্ব পালন করবেন সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং সমন্বয়কারী হিসেবে থাকবেন সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর দুই সদস্য, একজন যুগ্ম-সাধারণ সম্পাদক ও দুইজন সাংগঠনিক সম্পাদককে তিন সংসদীয় আসনে উপ-নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।
পাবনা-৪ আসনে দায়িত্ব পালন করবেন সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান ও সমন্বয়কারী হিসেবে থাকবেন সাংগঠনিক সম্পাদক এস. এম কামাল হোসেন।
নওগাঁ-৬ আসনে দায়িত্ব পালন করবেন যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। এই আসনেও সমন্বয়কারী হিসেবে থাকবেন সাংগঠনিক সম্পাদক এস. এম কামাল হোসেন।
Development by: webnewsdesign.com