আসছে বৃষ্টি, তীব্র শীত

রবিবার, ২৬ জানুয়ারি ২০২০ | ১২:০০ অপরাহ্ণ

আসছে বৃষ্টি, তীব্র শীত
apps

দেশের বেশকিছু অঞ্চলে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকলেও ফের বৃষ্টির পূর্বাভাস পাওয়া গেছে। শৈত্যপ্রবাহ শেষে দুই-তিন দিনের বৃষ্টিতে তাপমাত্রা বাড়তে পারে। তবে এরপর আবারও বেড়ে যাবে শীতের তীব্রতা।এ প্রসঙ্গে আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম গণমাধ্যমকে জানান, বর্তমানে যে মৃদু থেকে মাঝারি আকারে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, একই স্কেলে তা আরও দুই-একদিন থাকতে পারে। ২৮ জানুয়ারি (মঙ্গলবার) থেকে তাপমাত্রা একটু বাড়বে। আর ২৯ ও ৩০ জানুয়ারির দিকে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময় তাপমাত্রা আরও একটু বাড়বে। তবে বৃষ্টি শেষে তাপমাত্রা আবার কমে যাবে। তখন শীতের তীব্রতাও বাড়বে।

 

 

 

এদিকে আবহাওয়া অধিদফতরের শনিবার (২৫ জানুয়ারি) রাতের তথ্যানুযায়ী, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, বরিশাল, শ্রীমঙ্গল ও রাঙ্গামাটি অঞ্চল সমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

Development by: webnewsdesign.com