আশার আলো ছড়িয়ে নিরাশ করল শেয়ারবাজার,হতাশ বিনিয়োগকারীরা

মঙ্গলবার, ১৭ মে ২০২২ | ৬:২১ অপরাহ্ণ

আশার আলো ছড়িয়ে নিরাশ করল শেয়ারবাজার,হতাশ বিনিয়োগকারীরা
apps

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসের শুরুতে সূচকের মান বাড়তে শুরু করলেও, দিনের শেষ হয়েছে পতনের মধ্য দিয়ে। এতে করা হতাশ হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা।

মঙ্গলবার (১৭ মে) সকাল ১০টায় লেনদেন শুরু হলে সাত মিনিটেই সূচক বেড়ে যায় ৫৪ পয়েন্ট। কিন্তু আবার শুরু হয় পতন। কিন্তু বেলা ১৩টা ৩৩ মিনিটে আগের দিনের চেয়ে সূচক কমে যায় ১১২ পয়েন্ট।সূচকের বড় রকমের পতনে শেয়ারবাজারে দেখা দিয়েছে আতঙ্ক। দিনের শেষ হয়েছে সূচকের ২৭ পয়েন্ট পতন মেনে নিয়ে।

মঙ্গলবার (১৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারের দাম কমেছে ২৪৫টি কোম্পানির, দাম বেড়েছে ৮৯টির ও অপরিবর্তিত ছিল ৪৫টির।

সব মিলিয়ে ২৩টি কোম্পানি ৪ শতাংশের বেশি, আরও ৩২টি কোম্পানির দর ৩ শতাংশের বেশি, ২৯টির দর ২ শতাংশের বেশি এবং আরও ৭৬টির দর কমে এক শতাংশের বেশি।এদিকে সোমবার (১৬ মে) একইভাবে দরপতনের মুখে পড়েছিল শেয়ারবাজার। এদিন সূচকের দরপতন হয়েছিল ১২৪ পয়েন্ট।

শেয়ারবাজারের বেহাল দশা নিয়ে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ইনভেস্টমেন্ট প্রমোশন সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক আহমেদ সাদেক বলেন, বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা নেই। আস্থা সংকটই এখন প্রধান সমস্যা। নানা সময়ে নানান গুজবে ভয় পেয়ে শেয়ার বিক্রি করে দিচ্ছে সবাই। বিক্রির চাপে বাজার পড়ছে।

Development by: webnewsdesign.com