ওবায়দুল কাদেরের সঙ্গে শিক্ষক নেতাদের বৈঠক

আলোচনা সন্তোষজনক, সিদ্ধান্ত পরে জানাব

শনিবার, ১৩ জুলাই ২০২৪ | ৩:২৭ অপরাহ্ণ

আলোচনা সন্তোষজনক, সিদ্ধান্ত পরে জানাব
আলোচনা সন্তোষজনক, সিদ্ধান্ত পরে জানাব
apps

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছেন সর্বজনীন পেনশন স্কিম (প্রত্যয়) বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের একটি প্রতিনিধি দল। শনিবার বেলা ১১টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় এই বৈঠক শুরু হয়। বৈঠক শেষে বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া সাংবাদিকদের বলেন, ‘আলোচনা সন্তোষজনক হয়েছে। আমরা আমাদের ফেডারেশনের সঙ্গে কথা বলে তারপরে সিদ্ধান্ত জানাব।’

বৈঠকে কি আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের যে তিন দফা দাবি, সেটা নিয়েই আলোচনা হয়েছে।’ আপনাদের দাবি তো সরকারের কাছে, আপনারা রাজনৈতিক দলের কার্যালয়ে আসলেন কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনি একজন জাতীয় নেতা। উনি একজন সংসদ সদস্য। তাছাড়া উনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই এখানে এসেছেন।’

অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া আরও বলেন, ‘আমাদের খোলামেলা আলোচনা হয়েছে। যেহেতু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাষ্ট্রের সেকেন্ড ম্যান তাই ওনার সঙ্গে আমাদের আলোচনা হয়েছে।’ তিনি বলেন, ‘শিক্ষক সমিতির ফেডারেশনে আলোচনা করে মিডিয়ার সঙ্গে কথা বলব।’

চলমান কর্মবিরতি প্রসঙ্গে তিনি বলেন, ‘সবগুলো বিশ্ববিদ্যালয়ে ফেডারেশনের সঙ্গে কথা বলে, শিক্ষক সমিতির সঙ্গে কথা বলে, সভা করে আমরা সিদ্ধান্ত নেব।’ অন্যদিকে, আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো ব্রিফ করা হয়নি। এ বিষয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানানো হয়েছে।

বৈঠকে আরও উপস্থিত আছেন— আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক ও শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাপা।

এ ছাড়া প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরীও বৈঠকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে গত ৪ জুলাই এ বৈঠক হওয়ার কথা থাকলেও পরে তা স্থগিত করা হয়। এর কারণ হিসেবে তখন ওবায়দুল কাদেরের রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার কথা জানা যায়।

প্রসঙ্গত, প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। শিক্ষকেরা মূলত ‘প্রত্যয়’ স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে (জ্যেষ্ঠ সচিবরা যে ধাপে বেতন পান) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনকাঠামো প্রবর্তন- এই তিন দাবিতে আন্দোলন করছেন।

Development by: webnewsdesign.com