আরব নেতাদের কাছে গাজা যুদ্ধ বন্ধের পরিকল্পনা উপস্থাপন করলেন ট্রাম্প

বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ২:৪১ অপরাহ্ণ

আরব নেতাদের কাছে গাজা যুদ্ধ বন্ধের পরিকল্পনা উপস্থাপন করলেন ট্রাম্প
apps

আরব নেতাদের কাছে গাজা যুদ্ধ বন্ধে ২১ দফা শান্তি পরিকল্পনা উপস্থাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংঘাত অবসানে চূড়ান্ত প্রস্তাবে কীভাবে একমত হওয়া যায় সে বিষয়ে আরব নেতাদের সাথে আলোচনা করেছেন তিনি। বুধবার যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ একথা জানান। খবর সিএনএনের।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রতিনিধিদল এবং আরব নেতাদের মধ্যে বৈঠক সম্পর্কে উইটকফ বলেন, ‘আমাদের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।’

তিনি জানান, ‘আমরা গাজায় শান্তির জন্য ট্রাম্পের ২১-দফা পরিকল্পনা উপস্থাপন করেছি। আগামী দিনে ‘কিছুটা অগ্রগতি’ ঘোষণা করতে পারবো এ বিষয়ে আমি আত্মবিশ্বাসী।’ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব অত্যাবশ্যকউপসাগরীয় দেশগুলোর নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব অত্যাবশ্যক
উইটকফ আরো বলেন, ‘আমি মনে করি এই পরিকল্পনা ইসরাইলের উদ্বেগের পাশাপাশি এই অঞ্চলের সকল প্রতিবেশীর উদ্বেগের সমাধান করবে।’

মার্কিন প্রস্তাবিত পরিকল্পনায় প্রশাসনের বেশ কয়েকটি বিষয় প্রকাশিত হয়েছে। যার মধ্যে রয়েছে সকল ইসরাইলি জিম্মির মুক্তি এবং স্থায়ী যুদ্ধবিরতি। হামাসকে বাদ দিয়ে গাজার প্রশাসন কীভাবে পরিচালিত হতে পারে তার একটি রূপরেখাও এতে দেয়া হয়েছে। গাজা থেকে ইসরাইলের সেনা প্রত্যহারও প্রস্তাবে অন্তর্ভূক্ত রয়েছে।

সূত্রের বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম দেশের নেতারা ট্রাম্পের পরিকল্পনার বড় অংশকে সমর্থন করেছেন। তবে তারা আরো কিছু বিষয় যোগ করার পরামর্শ দিয়েছেন। যার মধ্যে রয়েছে, পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত না করা, জেরুজালেমের বর্তমান স্থিতাবস্থা বজায় রাখা, গাজা যুদ্ধের অবসান ঘটানো, হামাসের হাতে আটক সকল জিম্মিকে ফিরিয়ে আনা, গাজায় মানবিক সহায়তা বৃদ্ধি করা এবং ইসরাইলিদের অবৈধ বসতি স্থাপনের বিষয়ে আলোচনা করা।

Development by: webnewsdesign.com