আরটিপিসিআর ল্যাব স্থাপনের কাজ অবশেষে শুরু

রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১ | ৩:২৩ অপরাহ্ণ

আরটিপিসিআর ল্যাব স্থাপনের কাজ অবশেষে শুরু
apps

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষায় আরটিপিসিআর ল্যাব বসানোর অবকাঠামোগত কাজ শুরু হয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে ল্যাব স্থাপনে অবকাঠামোগত কাজ শুরু হয়। রবিবার (১৯ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানায় চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর।

বিভাগীয় স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোহসিন বলেন, শনিবার থেকে বিমানবন্দরে ল্যাব বসানোর কাজ শুরু হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তা সম্পন্ন করতে পারবো। কাজ শেষ হলে অনুমোদনপ্রাপ্ত চার প্রতিষ্ঠান তাদের ল্যাব আরটিপিসিআর মেশিন বসানোর মধ্য দিয়ে যাত্রীদের করোনা পরীক্ষা শুরু করবে।

গত ৫ ডিসেম্বর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতসহ বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষায় চারটি বেসরকারি ল্যাবকে অনুমোদন দেয় স্বাস্থ্য অধিদফতর। অনুমোদন অনুযায়ী পরীক্ষার ফি নির্ধারণ করা হয় ১৬০০ টাকা। তবে সেটা কোনও যাত্রীর কাছ থেকে সরাসরি গ্রহণ করতে পারবে না প্রতিষ্ঠানগুলো।

অনুমোদন পাওয়া চারটি ল্যাব হলো- ঢাকা বাড্ডার প্রেসক্রিপশন পয়েন্ট, ধানমন্ডির ল্যাব এইড লিমিটেড, কুমিল্লার লাকসামের মর্ডান হসপিটাল প্রাইভেট লিমিটেড ও চট্টগ্রামের শেভরন ক্লিনিক্যাল ল্যাবেটরি লিমিটেড।

Development by: webnewsdesign.com