প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) আমেরিকার নির্বাচনের সঙ্গে বাংলাদেশের নির্বাচনের তুলনা করাকে হাস্যকর বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সিইসির উদ্দেশে বলেছেন, ‘সিইসি বলেছেন “যুক্তরাষ্ট্র ৫ দিনে ফল দিতে পারে না, আমরা ৫ মিনিটে পারি।” আপনারা পারবেন, কারণ ফলাফল আগেই নির্ধারণ করা থাকে।’
ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনের ফলাফল বাতিল ও নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলায় গ্রেফতারের প্রতিবাদে শনিবার (১৪ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
শনিবার ও রবিবার দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছিল বিএনপি। এরই অংশ হিসেবে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতাকর্মীরা আজকের সমাবেশে যোগ দেন।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের সিইসি কে এম নূরুল হুদা বলেন, ‘যুক্তরাষ্ট্র ৪ থেকে ৫ দিনে ভোট গুনতে পারে না। আমরা ৪ থেকে ৫ মিনিটে গুনে ফেলি। যুক্তরাষ্ট্রের আমাদের কাছে শেখার আছে। আবার যুক্তরাষ্ট্রের ভালো দিকগুলো থেকে আমাদেরও শেখার আছে।’
উপনির্বাচনের দিন বাস পোড়ানোর ঘটনার নিন্দা জানিয়ে আজ মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি সন্ত্রাসে না, গণতন্ত্রে বিশ্বাস করে। বাস পোড়ানোর ঘটনায় মামলা প্রত্যাহার, গ্রেফতার ব্যক্তিদের মুক্তি ও ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনের ফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানান তিনি।
আজকের সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল। এতে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনে দলীয় প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আমান উল্লাহ আমানসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মী।
Development by: webnewsdesign.com