আমিরাতে খেলতে চায় ওয়ার্নার,সাবেক অধিনায়কের তোপের মুখে এই ব্যাটার

বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২ | ১২:২৭ অপরাহ্ণ

আমিরাতে খেলতে চায় ওয়ার্নার,সাবেক অধিনায়কের তোপের মুখে এই ব্যাটার
apps

টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সফল ব্যাটার ডেভিড ওয়ার্নার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইতিহাসের সপ্তম সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। এই ফরম্যাটে গত বছর অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়েও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। কিন্তু অজিদের প্রিয় ওয়ার্নার এবার টি-টোয়েন্টি নিয়েই দেশটির ক্রিকেটাঙ্গনে সমালোচনার মুখে।অর্থ আর চাকচিক্যে আইপিএল বদলে দিয়েছে ক্রিকেটারদের লাইফস্টাইল। কিন্তু আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর বিস্তারে বিপাকে অন্য লিগগুলো। এমনকি ক্রিকেটের জন্য একে হুমকিও মনে করেন অনেকে। বিগ ব্যাশের পরিবর্তে ডেভিড ওয়ার্নারের আরব আমিরাতের লিগে খেলার ঘোষণার পর থেকেই যা নিয়ে আলোচনা তুঙ্গে। আইপিএলের দিল্লি ক্যাপিটালসের ফ্র্যাঞ্চাইজির অধীন দলেই আমিরাতে খেলার কথা ওয়ার্নারের, যা নিয়ে অজিদের সাবেক অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্টের তোপের মুখে এই ব্যাটার।

অজিদের ঘরোয়া আসর বিগ ব্যাশে না খেলে সংযুক্ত আরব আমিরাতে নতুন এক লিগে খেলতে চান বলে জানিয়েছেন এই ওপেনার। যা একেবারেই পছন্দ হয়নি ক্যাঙ্গারুদের সাবেক অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্টের।সাবেক এই বিধ্বংসী ব্যাটার ও উইকেটকিপার বলেন, ‘অস্ট্রেলিয়া ক্রিকেট দল ওয়ার্নারের মতো একজন খেলোয়াড়কে নিজেদের ইভেন্ট বাদ দিয়ে অন্য লিগে খেলার অনুমতি দিলে, বাণিজ্যিকভাবে তা ক্রিকেট অস্ট্রেলিয়ার জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে। সে যদি বলে- দুঃখিত অস্ট্রেলিয়ান ক্রিকেট, আমি এখন থেকে ভারতীয় ফ্র্যাঞ্চাইজির বিভিন্ন টুর্নামেন্টে অংশ নেব, তাহলে কি করার আছে! বিবিএলে খেলার জন্য তো তাকে কেউ বাধ্য করতে পারবে না। কিন্তুওয়ার্নারকে ছাড়পত্র দিলে অন্যরাও সুযোগটা চাইতে পারে।’

আমিরাতের লিগে যে দলে খেলার কথা ওয়ার্নারের, সেটার মালিক আবার আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের ফ্র্যাঞ্চাইজি জিএমআর গ্রুপ। শুধু ইউএইতে নয়, গোটা বিশ্বই এখন আইপিএলের । ৪৮ হাজার কোটি রুপিরও বেশিতে এবার আইপিএলের সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যাতে রীতিমতো চক্ষু ছানাবড়া ক্রিকেট বিশ্বের।তবে, শুধু একটা টুর্নামেন্ট নিয়ে পড়ে নেই আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো। যুক্ত হয়েছে অন্য লিগগুলোতেও। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আইপিএলের ৩টি ফ্র্যাঞ্চাইজির বিনিয়োগ আছে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের সব কয়েকটি দলের মালিকানাও নিয়েছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মার্কেটে নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের একচেটিয়া ব্যবসাকে ভালো চোখে দেখছেন না বর্তমান ও সাবেক ক্রিকেটারদের অনেকেই।

গিলক্রিস্ট আরও বলেন, ‘অস্ট্রেলিয়া ক্রিকেট দল আমার মনে হয়, এই পরিস্থিতি বিশ্বব্যাপী আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর আধিপত্যের ফল। কোম্পানিগুলোর একচেটিয়া দাপট ধীরে ধীরে ক্রিকেটের জন্য বড় হুমকি হয়ে উঠছে। কারণ, ক্রিকেটাররা কোথায় খেলতে পারবে কিংবা পারবে না, এই বিষয়গুলোর ওপর তাদের এক ধরনের নিয়ন্ত্রণ থাকে।’

এতো সমালোচনা সত্ত্বেও শেষ পর্যন্ত ওয়ার্নারের আমিরাতে যাওয়া কি রুখতে পারবে ক্রিকেট অস্ট্রেলিয়া?

Development by: webnewsdesign.com