আবারও বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি হাসপাতালে

বুধবার, ২০ এপ্রিল ২০২২ | ১১:৪৭ পূর্বাহ্ণ

আবারও বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি হাসপাতালে
apps

সোমবার আবারও হাসপাতালে ফিরতে হয় তিনবার বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ক্যানসারের সঙ্গে বেশ আগে থেকেই লড়াই করছেন পেলে। এই রোগের চিকিৎসার জন্যই সোমবার আবারও হাসপাতালে ফিরতে হয় তিনবার বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তিকে।

সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল কাল বিবৃতিতে পেলের হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি জানিয়েছে। এখন শারীরিকভাবে সুস্থ আছেন ৮১ বছর বয়সী পেলে।

বিবৃতিতে পেলের পুরো নাম এডসন অরান্দেস দো নাসিমেন্তো নাম ব্যবহার করে চিকিৎসকেরা জানিয়েছেন, হাসপাতাল ছাড়তে কিছুদিন সময় লাগবে কিংবদন্তির। থাকতে হবে কিছুদিন।

গত সেপ্টেম্বরে অস্ত্রোপচার করে পেলের মলাশয়ের টিউমার অপসারণ করা হয়। তখন মাসখানেক হাসপাতালের পর্যবেক্ষণে ছিলেন। এরপর থেকেই হাসপাতালে যাওয়া আসার মধ্যে আছেন পেলে।

হাসপাতালের বিবৃতিতে বলা হয়, ‘গত বছর সেপ্টেম্বরে ধরা পড়া মলাশয়ের টিউমারের চিকিৎসা চালিয়ে যেতে আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হয়েছেন এডসন অরান্তেস দো নাসিমেন্তো। তিনি শারীরিকভাবে ভালো আছেন। আগামী কয়েক দিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন।’

গত সেপ্টেম্বরে পেলের টিউমার অপসারণের পর তাঁর কেমোথেরাপি লাগবে বলে জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ।

Development by: webnewsdesign.com