আবারও আলোর মুখ দেখছে টেক্সটাইল মিল

শনিবার, ১৬ জুলাই ২০২২ | ৬:৩৩ অপরাহ্ণ

আবারও আলোর মুখ দেখছে টেক্সটাইল মিল
apps

দীর্ঘ ১৪ বছর ধরে বন্ধ থাকার পর অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে এক সময়ের লাভজনক প্রতিষ্ঠান ফেনীর দোস্ত টেক্সটাইল মিল। নানা জটিলতা কাটিয়ে প্রতিষ্ঠানটিকে কর্মমুখর করার পরিকল্পনা নিয়েছে সরকারের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি। এমন উদ্যোগে সামিল হতে স্বপ্ন বুনছেন ফেনীর অনেক শিল্পোদ্যোক্তা।

ফেনী সদরের রাণীর হাট এলাকায় ১৯৬৪ সালে পাকিস্তানি শিল্পপতি দোস্ত মোহাম্মদ ২১ একর জায়গায় একটি মিল স্থাপন করেন। ১৯৭২ সালে বাণিজ্যিকভাবে মিলটি জাতীয়করণ করা হয়। বিটিএমসি পরিচালিত ফেনীর দোস্ত টেক্সটাইল মিলটি শুধুমাত্র কাঁচামালের অভাব দেখিয়ে ২০০৮ সালের জানুয়ারিতে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ৩ বছর বন্ধ থাকার পর ২০১১ সালের মার্চে ফের উৎপাদন শুরু হলেও ৪ মাসের মাথায় আবারও বন্ধ হয়ে যায় মিলটি। তবে নানা জটিলতা কাটিয়ে প্রতিষ্ঠানটিকে কর্মমুখর করার পরিকল্পনা নিয়েছে সরকারের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি।

ফেনীর দোস্ত টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান বলেন, ব্যবসায়ীরা আসছেন, দেখে গেছেন। এখানে কীভাবে কী করা যায় সেটি নিয়ে তারা পরিকল্পনা করছেন। এ মিলটি চালু হলে এখানের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।এটি চালু হলে যেমনি সৃষ্টি হবে কর্মসংস্থান তেমনি দেশের অর্থনীতিতে যোগ হবে নতুন মাত্রা। এছাড়া আগ্রহীদের সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্মসচিব হাওলাদার মো. রকিবুল বারী।উল্লেখ্য, ১৮ জন কর্মকর্তা, ৫৪ জন কর্মচারী এবং ৭ শতাধিক শ্রমিক গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে মিল ছেড়ে যায়। এখন রক্ষণাবেক্ষণে একজন কর্মকর্তা, নিরাপত্তা প্রহরীসহ মোট ১৫ জন কর্মরত রয়েছেন মিলটিতে।

Development by: webnewsdesign.com