আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনা সংখ্যা দিন দিন কমছে

শনিবার, ১৬ জানুয়ারি ২০২১ | ৬:০২ অপরাহ্ণ

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনা সংখ্যা দিন দিন কমছে
apps

আফগানিস্তানে অভিযান শুরুর পর এখন সবচেয়ে কম সৈন্য রয়েছে। দেশটিতে মার্কিন সৈন্য সংখ্যা কমতে কমতে বর্তমানে আড়াই হাজারে পৌঁছেছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। শুক্রবার পেন্টাগনের মুখপাত্র মেজর রব লোডউইক জানান, ট্রাম্পের দেওয়া ছাড়ের সুবিধা নিয়ে তারা সৈন্য আড়াই হাজার পর্যন্ত কমানো অব্যাহত রেখেছিলেন।

এরপরই এক বিবৃতিতে মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস মিলার জানিয়েছেন, ভবিষ্যতে আফগানিস্তান থেকে ‘শর্ত সাপেক্ষে’ আরও সেনা যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হতে পারে।

গত অক্টোবরে আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েনের ১৯তম বার্ষিকীতে প্রেসিডেন্ট ট্রাম্প আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেন।

ওই সময় মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন দাবি করেন আগামী বছরের শুরুতেই আফগানিস্তান থেকে বিপুলসংখ্যক মার্কিন সেনা ফিরিয়ে আনা হবে। প্রেসিডেন্ট ট্রাম্প তার দায়িত্বভার নেয়ার সময় আফগানিস্তানে ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন ছিল। ২০০১ সালের সেপ্টেম্বরে আল কায়েদা যুক্তরাষ্ট্রে হামলা চালানোর পর মার্কিন বাহিনী তালেবান অধ্যুষিত দেশটিতে অভিযান শুরু করে। এক পর্যায়ে ২০১১ সালে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ১ লাখেরও বেশি সৈন্য ছিল। সূত্র: ওয়াশিংটন পোস্ট

Development by: webnewsdesign.com