আন্দোলনে অটল কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা

শনিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২১ | ৩:৩৮ অপরাহ্ণ

আন্দোলনে অটল কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা
apps
পরীক্ষার দাবিতে প্রতিদিন আন্দোলনে অটল থাকবেন বলে ঘোষণা দিয়েছেন কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা। ঘোষিত এবং চলামান পরীক্ষাগুলো স্থগিতের সিদ্ধান্ত মানতে পারছেন না তারা। দ্বিতীয় দিনের মতো ব্যানার, প্লাকার্ড নিতে কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় তারা।  শনিবার সকাল সাড়ে ১০টায় মানববন্ধনের মতো লাইনে দাড়িয়ে তারা স্লোগান দিতে থাকেন।
আন্দোলনের দ্বিতীয় দিনে শনিবার কুষ্টিয়া সরকারি কলেজের সামনে আন্দোলনে ২০ থেকে ২২ জন শিক্ষার্থী অংশ নেন। এদের বেশিরভাগই ছাত্র মৈত্রী এবং ছাত্র ইউনিয়নের কর্মী সমর্থক।
আন্দোলনরত শিক্ষার্থী অমিত হাসান বলেন, মার্চ মাসের মধ্যেই তাদের পরীক্ষা নিতে হবে। করোনার কারণে এখন আর কোন কিছুই থেমে নেই। আমাদের পরীক্ষা স্থগিত করে শিক্ষাজীবন ধ্বংসের মুখে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা ঘোষিত তারিখেই পরীক্ষা দিতে চাই।
শিক্ষার্থী শিশির খান বলেন, ২০১৮ সালের পরীক্ষা আমরা ২০২১ সালে এসে দিচ্ছিলাম। সেটাও মাঝপথে বন্ধ হয়ে গেছে। বিসিএস পরীক্ষা হয়েছে, আমাদের পরীক্ষা কেন থামানো হলো। শারমিন আক্তার বলেন, দাবি মানা না হলে আমরা ঘরে ফিরে যাবো না। প্রতিদিন রাজপথে থাকবো।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৭

Development by: webnewsdesign.com