আনোয়ারায় লগডাউন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের অভিযান

সোমবার, ০৫ এপ্রিল ২০২১ | ৪:২৭ অপরাহ্ণ

আনোয়ারায় লগডাউন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের অভিযান
apps

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় করোনার প্রাদুর্ভাব ঠেকাতে দ্বিতীয় বারের মতো দেওয়া লগডাউন এবং সরকারি নিদের্শনার আলোকে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখা,মাস্ক পরিধান না করে বিনা প্রয়োজনে ঘোরাঘুরিসহ বিভিন্ন অপরাধে ১৯ জনকে ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৫-এপ্রিল) সকাল ১০ টা থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জোবায়ের আহমেদের নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়ন, কালাবিবি দিঘীর মোড়, চাতরী চৌমুহনী বাজার,মালঘর বাজার, বন্দর কমিউনিটি সেন্টার, বটতলী রুস্তমহাটসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে এইসব জরিমানা করা হয়।

এই সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন,সরকারি নির্দেশনা অমান্য করায় মোট ১৯জনকে ৫৪০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় তিনি করােনাভাইরাস প্রতিরােধে সচেতন হয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নসহ ভাইরাস মােকাবিলায় সকলের সহযোগিতা কামনা করেন।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০৫

Development by: webnewsdesign.com